বাবরদের সমালোচনা করতে গিয়ে যা বললেন ওয়াসিম আকরাম
আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকদের অনেকেই দলটিকে নিয়ে তীব্র সমালোচনা করছেন। নিজের রাগ, বিরক্তি নিয়ন্ত্রণ করতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আকরামও।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপের আলোচনায় ক্ষুব্ধ আকরামে মুখে শোনা গেল রীতিমতো অপমানজনক শব্দ। পাক ক্রিকেটারদের সমালোচনা করার সময় ক্ষুব্ধ আকরামের মুখ থেকে বেরিয়ে আসে ‘চামার’ শব্দটি।
বিজ্ঞাপন
টেলিভিশন অনুষ্ঠানে আকরামের বিতর্কিত মন্তব্যের অংশ সোশ্যাল সাইটে ভাইরাল হতে সময় লাগেনি। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। ক্রিকেটপ্রেমীদের বড় একটা অংশ তার নিন্দা করেছেন। তার মুখে এমন শব্দ শুনে বিস্ময় প্রকাশ করেছেন তারা। কারণ, দক্ষ ধারাভাষ্যকার আকরামের মুখে এই ধরনের শব্দ কখনও শোনা যায় না। কিছু ক্রিকেটপ্রেমী অবশ্য আকরামের পাশে দাঁড়িয়ে বাবরদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটে এবারই প্রথম হারল পাকিস্তান। আর এই হার দলটির সেমিফাইনাল যাত্রায় একটা বড় ধাক্কা হয়ে এসেছে।
বিজ্ঞাপন
দলের সমালোচনা করে ওয়াসিম আকরাম আরও বলেন, অনেক হলো। আর সমর্থন করা যায়না এই দলটাকে।
আফগানিস্তানের প্রশংসা করে তিনি বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই আফগানিস্তান পাকিস্তানকে পরাস্ত করেছে। ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে হাতজোড় করে তিনি অনুরোধ করেন, দয়া করে আপনারা দেশের কথা ভাবুন।
এনএফ