টিম কম্বিনেশনের কারণে আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে একাদশে জায়গা হারিয়েছিলেন। আজ লঙ্কানদের বিপক্ষে দলে ফিরেই জ্বলে উঠলেন আফগান পেসার ফজলহক ফারুকী। ১০ ওভারে মাত্র ৩৪ রান খরচায় ৪ উইকেট নেন ফারুকী। ওয়ানডে ক্যারিয়ারে যা তার সেরা বোলিং ফিগার। 

দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ২৪১ রানে আটকে রাখতে অগ্রণী ভূমিকা রাখেন বাঁহাতি এই পেসার। পরে ২৭ বল হাতে রেখে দলের ৭ উইকেটের বড় জয়ে তিনিই হলেন ম্যাচ সেরা। বিশ্বকাপে প্রথম এবং ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই স্বাদ পেলেন ফারুকী।

সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ফারুকী-মুজিবদের বোলিং তোপে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রানের বেশি সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা। এদিন ফারুকীর বলে শুরুতেই সাফল্য পায় আফগানরা। দিমুথ করুণারত্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আফগান এই পেসার। যদিও রিভিউ নিয়ে উইকেটটি পান। 

৩৫তম ওভারে আবার তাকে বোলিংয়ে আনেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন। শেষ দিকে আরও জ্বলে উঠেন ফারুকী। ৪৭তম ওভারে তাকে ছক্কা হাঁকিয়েছিলেন মহেশ থিকশানা। শেষ বলে দারুণ ইয়র্কারে বোল্ড করে সেটির প্রতিশোধ নেন তিনি।

নিজোর কোটার শেষ ওভারে মাত্র ১ রান দিয়ে ফারুকী তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট। ফারুকী ছাড়াও দুটি উইকেট পেয়েছেন মুজিব। উল্লেখ্য, ইংল্যান্ডকে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছিল আফগানিস্তান। এরপর পাকিস্তান, আর এবার শ্রীলঙ্কা সবমিলিয়ে ৬ ম্যাচে আফগানদের ৩ জয়। সেই সঙ্গে সেমির দৌড়েও বেশ ভালোভাবেই টিকে রইলো তারা। 

এফআই/এমটিআই