ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে রমরমা কালোবাজারি
ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে টিকিটের কালোবাজারি। স্টেডিয়ামের সামনেন দাঁড়ালেই আওয়াজ আসছে— অনলাইনে নেই, আমার কাছে দুটো আছে। আড়াইয়ের একটা ছয়। দুটো নিলে একটু কম। টিকিট নিয়ে হাহাকার যত বাড়ছে, কালোবাজারির দরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।
বিজ্ঞাপন
বিষয়টি জানিয়ে পুলিশকে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এ দুজনের একজনের কাছে পাওয়া গেছে ২০টি টিকিট, আরেকজনের কাছে পাওয়া গেছে ১৬টি টিকিট।
বৃহস্পতিবার টিকিটের হাহাকার এবং তার জেরে বিক্ষোভ দেখা গেছে ইডেনের সামনে। টিকিটের খোঁজে থাকা এক যুবক বলেন,অনলাইনে কোনো টিকিট নেই। কিন্তু টাকা ফেললেই টিকিট চলে আসছে। দুশো-পাঁচশো বেশি হলে নেওয়া যায়। এখানে তো চার গুণ, পাঁচ গুণ বেশি চাইছে।
বিজ্ঞাপন
টিকিটির কালোবাজারির সঙ্গে বিভিন্ন বেআইনি ওয়েবসাইটের মাধ্যমে বেটিং-চক্রের রমরমা কারবারও চলছে।
এনএফ