শুভমানের গলা জড়িয়ে সারা! ছবি নিয়ে তুলকালাম
সারা তেন্ডুলকার ও শুভমান গিলের মধ্যে প্রেমের গুঞ্জন অনেক আগে থেকেই। কেউ সম্পর্কের কথা প্রকাশ্যে না আনলেও তাদের মধ্যে অনেক প্রতিক্রিয়াই অনুরাগীদের সন্দেহের সৃষ্টি করে। সম্প্রতি সারা-শুভমানের গলা জড়িয়ে ধরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ছবিটি আস নাকি নকল?
জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ ফটোশপের কারসাজি। এডিট করে সারা ভাইয়ের মাথা কেটে শুভমানের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আসল ছবিটি লক্ষ্য করলেই দেখা যাবে, সেখানে সারার পাশে শুভমান নয়, বরং রয়েছেন তার ভাই অর্জুন তেন্ডুলকর। সবটাই ফ্যানদের বানানো। দু’জনকে একসঙ্গে দেখতে চান এমন লোকের সংখ্যা কিন্তু কম নেই। এরকম কেউ অর্জুনের মুখ বদলে দিয়েছেন শুভমানের সঙ্গে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে— কালো পোশাকে চেয়ারে বসে রয়েছেন শুভমান গিল। আর তাকে গলা জড়িয়ে ধরে আছেন সারা। দু’জনের মুখেই হাসি। এই ছবি দেখে মুহূর্তেই আপনি ভেবেই ফেলতে পারেন যে সম্পর্কে শিলমোহর দিয়েই দিলেন দু’জনে।
বিজ্ঞাপন
ছবির নেপথ্যের সত্যতা যাচাই না করেই তা হচ্ছে ভাইরাল। তবে শুধু সারাই নয়, শুভমানও এই মুহূর্তে টিনএজারদেরও ক্রাশ।
‘হামারি ভাবি ক্যায়সি হ্যায়? সারা ভাবি জ্যায়সি হ্যায়’– বাইশগজের গ্যালারিতে এই স্লোগান শুনে মনে মনে হাসেননি, এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর। এমনকি বিরাট কোহলিও দর্শকদের উৎসাহ দিয়েছিলেন সচিনকন্যা সারা তেন্ডুলকর ও ক্রিকেটার শুভমান গিলের সম্পর্কের জল্পনা উস্কে দেওয়ার জন্য। বিশ্বকাপের ম্যাচে গিলের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল সারাকে। এমনকি ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে শুভমানের ৯২ করে আউট হওয়ায় সারা যে পরিমাণ ভেঙে পড়েছিলেন সেই প্রতিক্রিয়া তো এখন নেটদুনিয়ায় ভাইরাল।
এমএ