দুদিন আগের পুনরাবৃত্তিই যেন ঘটলো আবার। ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরু হতে বিলম্ব হয়েছিল গ্যালারিতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে। এবার শুক্রবারে অনূর্ধ্ব-১৭ পর্যায়েও ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজকরা। 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেখানেই কয়ার্টার ফাইনালে মুখোমুখি এই দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। কিন্তু জার্কাতায় ভারী বর্ষণের কারণে আধাঘণ্টা পিছিয়ে যায় ম্যাচ শুরুর সময়। 

ইন্দোনেশিয়ার মাটিতে চলমান এই বিশ্বকাপ আসর দুই দলই হার দিয়ে শুরু করেছিল। তবে এরপর টানা দুই ম্যাচ করে জয় পাওয়ায় তারা পা রাখে কোয়ার্টার ফাইনালে। ‘সি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে থেকে ব্রাজিল এবং ‘ডি’ গ্রুপের সেরা হয়ে রাউন্ড অব সিক্সটিনে ওঠে আর্জেন্টিনা। ফলে আগেই নির্ধারিত টুর্নামেন্টের নিয়ম দু’দলকে আবারও মুখোমুখি লড়াইয়ে ফেলেছে।

এর আগে গ্রুপপর্বের ৩ ম্যাচে দুই জয় এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ছিল ব্রাজিল। শেষ ম্যাচে তারা ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। অন্যদিকে, গ্রুপ ‘ডি’-তে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনার যুবারা। ৩ ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে তারা তালিকার চূড়ায় উঠেছিল। এর আগে সবশেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। শিরোপা ধরে রাখার মিশনে তাই জয়টা খুব প্রয়োজন তাদের। আর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কখনো ফাইনাল না খেলা আর্জেন্টিনা চায় এবার প্রথম শিরোপা পেতে।

দুই দলের মধ্যে বিজয়ী দল চলে যাবে সেমিফাইনালে। যেখানে তাদের অপেক্ষায় আছে জার্মানি। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে তারা স্পেনের বিরুদ্ধে জয় পেয়েছে ১-০ গোলে। 

জেএ