কোচ ছাড়াই সেমিফাইনালের লড়াইয়ে রহমতগঞ্জ!
স্বাধীনতা কাপের সেমিফাইনালের ম্যাচ ছাপিয়ে আলোচনায় ভেন্যু। বিশেষ করে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচটি কিংস অ্যারেনাতেই নাকি অন্য ভেন্যুতে, এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। কিংস-আবাহনীর স্নায়ুযুদ্ধের লড়াইয়ে আড়ালে পড়েছে মোহামেডান ও রহমতগঞ্জের আরেক সেমিফাইনালটি।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা কাপের একটি সেমিফাইনাল। দুই দলই আজ গোপালগঞ্জে অবস্থান করছে। ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব গত আসরে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তাদের সামনে আরেকটি টুর্নামেন্টে ফাইনালে উঠার সুযোগ।
বিজ্ঞাপন
অন্য দিকে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ স্বাধীনতা কাপের ফাইনালে খেলেনি কখনো। তাই তাদের সামনে নতুন এক হাতছানি। তবে ফাইনালে উঠার লড়াইয়ে রহমতগঞ্জের নেই হেড কোচ। কোয়ার্টার ফাইনালের আগেই নিয়মিত প্রধান কোচ কামাল বাবুকে অব্যাহতি দিয়েছে ক্লাবটি। গোলরক্ষক হুমায়নের উপর নির্ভর করেই চলছে তারা।
বিজ্ঞাপন
ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজ হেড কোচ ছাড়াই ফাইনালের স্বপ্ন দেখছেন,‘ আমাদের টিম স্পিরিট যথেষ্ট ভালো। আশা করি মোহামেডানকে হারিয়ে ফাইনালে উঠার। ’
পেশাদার ফুটবলে হেড কোচ থাকা বাধ্যতামূলক। সেখানে সেমিফাইনালের মতো ম্যাচেই নেই হেড কোচ। বাংলাদেশের ক্লাব ফুটবলের পেশাদারিত্ব এখানেই প্রকাশ পায়। হেড কোচ নিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক বলেন,‘ চলতি বছরেই আমরা বিদেশি কোচ আনব। কয়েক জায়গায় কথা হচ্ছে এখনো চূড়ান্ত হয়নি। ’
এজেড/জেএ