আবারও ফুটবলে বর্ণবাদের থাবা, স্থগিত পিএসজির ম্যাচ
ছবি: সংগৃহীত
আবারও বর্ণবাদি আচরণের নজির দেখেছে ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ইস্তানবুল বাসাকসেহিরের কোচকে বর্ণবাদি মন্তব্য করেছেন চতুর্থ ম্যাচ অফিসিয়াল, ফলে স্থগিত হয়ে গেছে ম্যাচটি। আজ বুধবার রাতে আবারও মাঠে গড়াবে ম্যাচের বাকি অংশ।
পিএসজির মাঠে মঙ্গলবার রাতে ম্যাচের বয়স তখন ১৪ মিনিট। তখনই চতুর্থ অফিসিয়াল সেবাস্তিয়ান কল্টেস্কু বর্ণবাদি এক মন্তব্য করে বসেন সফরকারী সহকারি কোচ পিয়েরে ওয়েবোকে। সাবেক ক্যামেরুনিয়ান খেলোয়াড় ওয়েবো এর প্রতিবাদ করে বসলে তাকে লাল কার্ড দেখান রেফারি। প্রতিবাদে ইস্তানবুল খেলোয়াড়রা মাঠ ছেড়ে যান। এতে সমর্থন জানিয়ে পিএসজি খেলোয়াড়রাও মাঠ ছেড়ে বেরিয়ে যান।
বিজ্ঞাপন
ফলে বাধ্য হয়ে উয়েফা নিয়ম বদলেছে। এক বিবৃতিতে জানিয়েছে, নতুন অফিসিয়ালদের নিয়ে আজ বুধবার রাত ১১ টা ৫৫ মিনিটে ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে। বিবৃতিতে বলা হয়, ‘দুই ক্লাবের সঙ্গে আলাপ শেষে উয়েফা একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচের বাকি মিনিটগুলো আগামীকাল নতুন ম্যাচ অফিসিয়াল নিয়ে মাঠে গড়াবে।’ তবে উয়েফা জানিয়েছে এ ব্যাপারে বিষদ তদন্তও করা হবে।
মাঠ ছাড়ার সময়ে ইস্তানবুল ফরোয়ার্ড ডেম্বা বা সেই রেফারিকে ভর্ৎসনার সুরে বলেন, ‘একজন কৃষ্ণাঙ্গকে কেনো তোমার কালো লোক বলে ডাকতে হবে? একজন শ্বেতাঙ্গকে কি তুমি এই সাদা লোক বলে ডাকো?’ পিএসজিও যখন সমর্থন জানিয়ে মাঠ ছাড়ছে, পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে তখন বলছিলেন, ‘সে কি বলছে এসব! আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি, এটাই আমাদের সিদ্ধান্ত।’
বিজ্ঞাপন
এর দুই ঘণ্টা পর্যন্ত চলেছে অপেক্ষা, এরপর ম্যাচ অফিসিয়ালরা জানান, ম্যাচটা আর হচ্ছে না আজ। দুই ঘণ্টা অপেক্ষার শেষদিকে পিএসজি খেলোয়াড়রা ফিরে এসেছিলেন, ওয়ার্ম আপও করছিলেন। তবে ইস্তানবুল খেলোয়াড়দের দেখা মেলেনি আর।
পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এরপর টুইটারে ইস্তানবুলের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা তোমাদের সঙ্গে আছি।’ এদিকে ঘটনাটি নিয়ে মন্তব্য করেছেন খোদ তুরস্ক প্রধান রেসেপ তাইয়েপ এরদোয়ানও। তুর্কি প্রেসিডেন্টের বিশ্বাস, উয়েফা এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেবে। তিনি লিখেন, ‘আমরা শর্তহীনভাবে বর্ণবাদের বিরুদ্ধে আছি এবং খেলাধুলায়, প্রাত্যাহিক জীবনেও এজন্যে কোনো বৈষম্য মেনে নেয়া যায়না।’
তবে ম্যাচ যখন আজ আবারও মাঠে গড়াবে, পিএসজির হিসেবটা বদলে যাবে একটু। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড হারের কারণে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় নিশ্চিত হয়ে গেছে নেইমারদের শেষ ষোলয় খেলা, বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রাতে জিতলে রাজেন বলস্পোর্ট লাইপজিগ থেকে এগিয়ে গ্রুপ ‘এইচ’ এর সেরা হয়েই পরের পর্বে যাবে ফরাসি দলটি।