বাংলাদেশ সিরিজে ভারত শিবিরে যোগ দিচ্ছেন মরকেল
ভারতের হেড কোচের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই উড়ছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কোহলি-রোহিতদের উত্তরসূরীদের নিয়ে দল গোছানোর কাজটাও সেরে নিচ্ছেন গম্ভীর।
টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার আগেই নিজের কয়েকজন পছন্দের মুখ সহকারী কোচ হিসেবে চেয়েছিলেন গৌতম গম্ভীর। যদিও ভারতের কোচিং স্টাফে সাধারণত বিদেশি কাউকে দেখা যায় না। সর্বশেষ রাহুল দ্রাবিড়ের সহকারীদের সবাই ছিলেন ভারতীয়।
বিজ্ঞাপন
এবার ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, সব ঠিকঠাক থাকলে গম্ভীরের সহকারী কোচ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মরনে মরকেল। আগামী মাসেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতীয় দল। সে সিরিজে গৌতম গম্ভীরের সঙ্গে থাকতে পারেন মরকেল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড় সাবেক কোচের দলে নাম লিখিয়েছেন। পরশ মাম্বরেও আর বোলিং কোচ নন। গম্ভীর বোলিং কোচ হিসেবে মরনে মরকেলের নাম প্রস্তাব করেছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে।
বিজ্ঞাপন
বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, মরকেল পারিবারিক কারণে ভারতীয় দলের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি। আগের খবর ছিল, শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন মরকেল।
শ্রীলঙ্কার মাটিতে সাইরাজ বাহুতুলে ভারতের বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে রয়েছেন। উইকেট স্পিন বান্ধব বলেই তিনি রয়েছেন দলের সঙ্গে। তবে বাহুতুলে দলের সঙ্গে থাকবেন কি না পরিষ্কার নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচটি ম্যাচ ঘরের মাটিতে খেলবে ভারত। মরনে মরকেল আসার পরে সাইরাজ বাহুতুলেকে রেখে দেওয়া হয় কিনা, তার উত্তর দেবে সময়।
এফআই