ছবি : সংগৃহীত

মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বল করতে গিয়ে মঙ্গলবার চোট পান ফরচুন বরিশালের পেসার আবু জায়েদ চৌধুরি রাহি। বাঁ পায়ের পেশিতে টান লাগে তার। সঙ্গে সঙ্গেই হাত দিয়ে পা চেপে ধরেন তিনি। তখনই আঁচ করা গিয়েছিল বড় চোটে পড়েছেন রাহি। 

তাকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। আশঙ্কাই সত্যি হলো। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন এই পেসার। তবে আশার কথা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই সুস্থ হয়ে যাবেন রাহি।

শুরুতে ফরচুন বরিশাল কতৃপক্ষ থেকে ইনজুরি গুরুত্বর নয় বলে জানানো হয়েছিল। তবে বুধবার পরীক্ষার পর জানা গেছে পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ চোট পেয়েছেন তিনি। 

এমন ইনজুরিতে অন্তত ১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হয়। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। চলতি টুর্নামেন্টে তাই আর খেলা হচ্ছে না রাহির। 

এমএইচ