দিবা-রাত্রির টেস্টেও খেলতে পারবেন না ওয়ার্নার
ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তৃতীয় ওয়ানডের পর খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজেও। এবার জানা গেল প্রথম টেস্টেও খেলতে পারবেন না ওয়ার্নার।
আগামী ১৭ ডিসেম্বর থেকে সিডনিতে মাঠে গড়াবে দিবা-রাত্রির টেস্ট। ওয়ার্নার যে সেখানে খেলতে পারবেন না বুধবার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
যদিও ওয়ার্নার জানিয়েছেন ইনজুরির অবস্থা এখন বেশ ভালো। তবে সঙ্গে এটিও জানিয়েছেন মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি।
এই ওপেনার বলেন, ‘চোটের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে নিজের মনকে আমার সন্তুষ্ট করতে হবে ও সতীর্থদের বোঝাতে হবে যে আমি টেস্ট খেলার জন্য শতভাগ প্রস্তুত। রানিং বিটুইন দা উইকেট, মাঠে চটপটে থাকা, এসবও মাথায় রাখতে হবে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে, ফিটনেসের সেরাটা থেকে পিছিয়ে আমি। আরও দিন দশেক কাজ করলে হয়তো পার্থক্য গড়া হবে।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে বেশ উন্নতি হয়েছে আমার। তবে পূর্ণ ফিটনেস ফিরে পেতে সিডনিতে থেকে কাজ করে যাওয়াই বোধ হয় ভালো হবে আমার জন্য।’
এমএইচ