নেইমারের হ্যাটট্রিকে গ্রুপসেরা পিএসজি, মেসিকে ছাড়িয়ে এমবাপে
ছবি: সংগৃহীত
পিএসজির দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিলো আগের দিনই। ইস্তানবুলকে ৫-১ গোলে হারিয়ে বুধবার রাতে গ্রুপ শ্রেষ্ঠত্বও নিশ্চিত করে ফেলেছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোলের রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে, পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে।
ম্যাচটা মূলত শুরু হয় আগের রাতে। ১৪ মিনিট পর রেফারির বর্ণবাদী মন্তব্যের জেরে মাঠ ছাড়েন ইস্তানবুল খেলোয়াড়রা, সে সিদ্ধান্তে একাত্বতা জানিয়ে মাঠ ছাড়েন পিএসজি খেলোয়াড়রাও। বিশেষ বিবেচনায় খেলাটা পরের দিন শেষ করার সিদ্ধান্ত নেয় উয়েফা।
বিজ্ঞাপন
বুধবার রাতে খেলা শুরুর পরপরই কিলিয়ান এমবাপে একটা সহজ সুযোগ নষ্ট করেন। পিএসজিকে অবশ্য গোলের জন্যে খুব একটা অপেক্ষা করতে হয়নি। বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে নেইমার ফরাসি চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ম্যাচের ২১ মিনিটে। ৩৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলীয় ফরোয়ার্ড। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোলউৎসবে যোগ দেন এমবাপেও।
বিরতির ঠিক পর আবারও নেইমার জাদু। ৫২ মিনিটে প্রতিপক্ষ বক্সের সামনে আনহেল দি মারিয়ার সঙ্গে দেয়া নেয়া করলেন বল, এরপরই কামান দাগালেন ইস্তানবুল গোলমুখে। তাতে দেখা পেয়ে যান হ্যাটট্রিকেরও। পরে এমবাপেও পান দ্বিতীয় গোল, নিশ্চিত হয় পিএসজির বড় হয়। তাতে লিওনেল মেসির সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোল করার রেকর্ড গড়েন পিএসজি তারকা। মাইলফলকটি ছুঁতে এমবাপের বয়স ছিলো ২১ বছর ৩৫৫ দিন, মেসি ছুঁয়েছিলেন ২২ বছর ২৬৬ দিন বয়সে।
বিজ্ঞাপন
এদিন নেইমারও ছুঁয়েছেন মাইলফলক, ৪০ তম গোলের দেখা পেয়েছেন ৬৫তম ম্যাচে এসে। তার চেয়ে কম সময়ে এ মাইলফলক ছুঁতে পেরেছেন কেবল রুড ফন নিস্টেলরয় (৪৫ ম্যাচ), মেসি ও রবার্ট লেভান্ডভস্কির (৬১ ম্যাচ)।
এতো কীর্তির পরও অবশ্য ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিলো বর্ণবাদ। আগের দিন চতুর্থ রেফারির বর্ণবাদী মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন খেলোয়াড়রা। এদিনও প্রতিবাদ হয়েছে মাঠে-মাঠের বাইরে-আন্তর্জালে। ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়, তিন রেফারি সহ সবাই হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করেছেন। তার আগে ওয়ার্মআপের সময়েও দুই দল নেমেছিলো ‘বর্ণবাদকে না বলুন’ লেখা টি-শার্ট পরে।
ম্যাচের পর এমবাপে সাংবাদিকদের বলেছেন, ‘অবশ্যই, আমরা যা করেছি তাতে আমি গর্বিত। অনেক কিছুই বলা হয়েছে কিন্তু দিনশেষে কথার চেয়ে কাজই ভালো। আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা আর এসবের মধ্য দিয়ে যেতে চাই না। আমরা সবাই মানুষ আর এসব সহ্য করার মতো নয় আদৌ। আমাদের কিছু করতে হতো, সেটাই আমরা করেছি আজকের ম্যাচে।’
এনইউ