করোনায় দিশেহারা পাকিস্তান দল, সিরিজ হবে তো?
ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দলে করোনার প্রকোপ বেড়েই চলেছে। বুধবার আরও একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নিউজিল্যান্ডে পা রাখার পর থেকে দলটির আটজন সদস্যের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলো। আরও তিনজনকে রাখা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘তদন্তাধীন’ করে!বুধবার পুরো নিউজিল্যান্ডজুড়ে কেবল ওই একটিই করোনাক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবারের জন্যে আবারও নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে পাকিস্তানকে। যাদের করোনা নেগেটিভ আসবে তারা অনুশীলনে যোগ দেবেন, বাকিরা আইসোলেশন মেনে যাবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত।
বিজ্ঞাপন
পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘পিসিবি নিউজিল্যান্ডে অবস্থানরত ক্রিকেট দলের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা পুরো প্রক্রিয়াটায় বেশ সহযোগিতা করছেন আর নিউজিল্যান্ড সরকারের বিধি মোতাবেক মাঠে নামতে বাঁধা না থাকলেই মাঠে ফেরার জন্যে মুখিয়ে আছেন।’
এর আগে স্কোয়াডকে আইসোলেশন প্রটোকল ভঙ্গের জন্যে কড়া সতর্কবার্তা শুনিয়েছিলো নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্রিকবাজ জানাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান দলকে দায়িত্ব মানার তাগিদ দিয়ে সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ বার্তা দিয়েছেন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের সফরটি, যা শুরু হচ্ছে আগামী ১৮ ডিসেম্বর।
কিন্তু গোটা সিরিজ নিয়েই এখন শঙ্কা। যেভাবে করোনা আক্রান্তরে সংখ্যা বাড়ছে ঠিক সময়ে সিরিজ হবে তো?
বিজ্ঞাপন
এনইউ/এমএইচ/টিএ