শুরু হচ্ছে ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট
আগামী ১৮ নভেম্বর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আয়োজিত হবে ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট ২০২৫।
শনিবার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
লিখিত বক্তব্যে মো. মজিবুর রহমান বলেন, ফরচুন বরিশাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অতি পরিচিত ও জনপ্রিয় একটি নাম। ডিআরইউর পাশে থাকার জন্য ফরচুন বরিশালকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে ২৬টি দৈনিক পত্রিকা, ১৮টি টেলিভিশন ও ৪টি অনলাইন মিডিয়া।
বিজ্ঞাপন
প্রতি খেলায় থাকছে ম্যান অব দ্য ম্যাচের পুরুষ্কারসহ অংশগ্রহণকারী দলগুলোকে ১০০০ টাকা করে সম্মানী। পাশাপাশি দলগুলোকে জার্সি এবং পানি সরবরাহ করা হবে।
এছাড়া পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা ও রানার্স আপ দল পাবে ২০ হাজার টাকা। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও ৩ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।
বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, আমরা চেয়েছিলাম ফুটবল ও ক্রিকেট উভয় টুর্নামেন্ট আয়োজন করতে। সময় স্বল্পতার কারণে ক্রিকেট আয়োজন হচ্ছে।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ফরচুন বরিশাল বিপিএলের চ্যাম্পিয়ন দল। ফরচুন বরিশালের কর্ণধার মিজান ভাই আমাদের এই টুর্নামেন্ট পরিচালনার সব ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন।
ওএফএ/এসএম