করোনা-জটিলতায় নিউজিল্যান্ড ছাড়তে চেয়েছিলো পাকিস্তান
ছবি: সংগৃহীত
পাকিস্তান দল নিউজিল্যান্ডে পা রাখার পর থেকেই একের পর এক করোনা শনাক্ত হচ্ছিলো দলে, যাতে বাড়ছিলো গৃহবন্দিত্বের মেয়াদও। তাতে ধৈর্যচ্যুতি ঘটেছিলো দলের, এক পর্যায়ে সফর বাতিল করে দেশে ফেরার ভাবনাও মাথাচাড়া দিয়ে ওঠে নিজেদের ভেতর। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের কোচ মিসবাহ উল হক।
গত ২৪ নভেম্বর নিউজিল্যান্ডের মাটিতে পা রাখার পর কোয়ারেন্টাইন থাকাকালীন সময়ে অনুশীলনের সুযোগ ছিলো পাকিস্তানের, কিন্তু কোভিড প্রটোকল ভেঙে সে সুযোগ হারায় মিসবাহ উল হকের শিষ্যরা। এরপর থেকে দলে করোনা পজেটিভের সংখ্যাও বাড়তে থাকে পাল্লা দিয়ে, ফলে বড় হতে থাকে গৃহবন্দীত্বের সময়ও।
বিজ্ঞাপন
অবশেষে গত সপ্তাহের শেষদিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি মিলেছে পাকিস্তানের, ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে ফিরে নেমে গেছে অনুশীলনেও। তারই এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান কোচ মিসবাহ জানালেন নিজেদের কোয়ারেন্টাইন-কালীন ভাবনার কথা। বললেন, ‘পরিস্থিতিটা অবশ্যই স্বাভাবিক ছিলো না। বোর্ডের সঙ্গে অন্য উপায় নিয়ে আলোচনা করেছিলাম আমরা। পরে অবশ্য সিদ্ধান্ত হয়েছে, নিউজিল্যান্ডে যেহেতু আমরা দীর্ঘদিন ধরেই আছি, সেহেতু এখন সিরিজটি অবশ্যই শেষ করতে হবে আমাদের।’
পাকিস্তানের সফর শুরুর আগেই কোয়ারেন্টাইনের চতুর্থ দিন থেকে অনুশীলনের কথা চূড়ান্ত ছিলো। তবে নিউজিল্যান্ডে পা রেখে করোনা-প্রটোকল ভেঙে সে সুযোগ হারায় পাকিস্তান। সে ক্ষতি আগামী এক সপ্তাহে পুষিয়ে নিতে বদ্ধপরিকর দল, জানালেন মিসবাহ। বললেন, ‘আমাদের দূর্ভাগ্য, তিন দিন পর অনুশীলন শুরু করতে পারিনি আমরা। তবে সেটা এখন পুষিয়ে নিতে হবে আমাদের আর আমরা এখন ভালো ক্রিকেট খেলে এখানে জেতার অভিযানে আছি।’
বিজ্ঞাপন
আগামী ১৮ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পাকিস্তানের নিউ জিল্যান্ড সফর। সিরিজে থাকবে তিনটি টি-টোয়েন্টি। আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে।
এনইউ