ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ যেন অদম্য, অপরাজেয়। ১০ ম্যাচ খেলে এখন পর্যন্ত হারেনি একটি ম্যাচেও। এমন দলকে ফেভারিট না বলে উপায় আছে? রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও হাটছেন সে পথেই। মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বির আগে রিয়াল কোচ জানালেন, নগর-প্রতিদ্বন্দ্বিরাই ফেভারিট লা লিগার দৌড়ে।

মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বির আজ রাতে, চতুর্থ স্থানে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠ এস্তাদিও আলফ্রেডো ডি স্টেফানোয় আতিথ্য দেবে লিগ তালিকার শীর্ষে থাকা অ্যাটলেটিকোকে। জিতলে এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো রিয়াল থেকে এগিয়ে যাবে নয় পয়েন্টের ব্যবধানে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে জিদানের দিকে প্রশ্ন ধেয়ে এলো, নগর-প্রতিদ্বন্দ্বিরা ফেভারিট কিনা? জিদানের উত্তর, ‘হ্যাঁ অবশ্যই। মাঠে তারা সেটাই করে দেখাচ্ছে। তারা বেশ ভালো কাজ করছে, লড়াইও করছে বেশ। লড়াকু দল অবশ্য তারা সবসময়ই ছিলো তারা, এখন ওরা আছে লিগের শীর্ষে।’

এমন দলের মুখোমুখি হওয়ার আগে জিদান অবশ্য জানালেন, নিজেদের কাজেই আপাতত মনোযোগী তার দল। বললেন, ‘আমাদের আগ্রহের কেন্দ্রে আপাতত আমাদের কাজটাই আছে। ভালো একটা ফুটবল ম্যাচ অপেক্ষা করছে, এমন একটা ম্যাচ যা ফুটবল ভক্তরা নিজেদের ডায়েরিতে চিহ্নিত করে রেখেছেন, আর যাতে খেলতে খেলোয়াড়রা মুখিয়ে থাকেন।’

নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতেও মরিয়া দল, জানালেন জিদান। সাবেক মিডফিল্ডারের কথা, ‘আমরা প্রতি ম্যাচেই দেখাতে চাই আমরা কেমন দল; লিগটা কে জিততে যাচ্ছে, তা না ভেবেই। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই, আমরাও লড়াকু এক দল।’

এদিকে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে ডার্বির আগে প্রতিপক্ষের আকুণ্ঠ প্রশংসাই করলেন, ‘রিয়াল মাদ্রিদ অনেক বছর ধরেই লড়ে যাচ্ছে, এমন সব খেলোয়াড়কে সঙ্গে নিয়ে যারা বয়স হওয়া সত্বেও নিজেদের ছন্দ ধরে রেখেছেন। এটা প্রশংসার দাবিদার, তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক দ্বৈরথ সত্বেও। তবে আমরা তাদেরকে আঘাত করতে পারি, এটা ভেবেই মাঠে নামবো।’

মৌসুমের শুরুটা ভালো না হলেও শেষ কয়েক ম্যাচে রিয়ালের খেলায় উন্নতি চোখে পড়ার মতো। শেষ ম্যাচেই তো চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে তুলে নিয়েছে দারুণ এক জয়। অন্যদিকে অ্যাটলেটিকো লিগের শুরু থেকেই রক্ষণে রীতিমতো দুর্ভেদ্য, আক্রমণেও ধীরে ধীরে ছন্দে ফেরার আভাস দিচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি আভাস দিচ্ছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মাদ্রিদ ডার্বিরই।

এনইউ