তৃতীয় প্রস্তুতি ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি সাইফ
ছবি : সংগৃহীত
প্রাক মৌসুমে সাইফ স্পোর্টিং তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে রোববার। যেখানে তাদের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। এই ম্যাচগুলো সাইফ ও প্রতিপক্ষ দুই দলের জন্যই ভালো বলে মনে করেন সাইফ স্পোর্টিংয়ের ম্যানেজার মাহবুবুর রহমান সুমন।
তিনি বলেন,‘ফেডারেশন কাপ শুরুর আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারি। এই প্রস্তুতি ম্যাচগুলো শুধু আমাদের নয়, প্রতিপক্ষ দলেরও জন্য উপকার হচ্ছে।’
বিজ্ঞাপন
প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামে সাইফ। দ্বিতীয় ম্যাচটি তারা খেলেছে ঢাকা মোহামেডানের বিরুদ্ধে। দুই ম্যাচেই জয় পায় সাইফ স্পোর্টিং।
দলটির সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘পুলিশকে আমরা ২-১ এবং মোহামেডানকে ৩-১ গোলে হারিয়েছি। জয়-পরাজয় প্রস্তুতি ম্যাচে মূখ্য নয়। দুইটি ম্যাচে আমাদের অনেক ক্রুটি ছিল। পাশাপাশি শেখ রাসেল ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমরা বিশ্লেষণ করব। ফেডারেশন কাপের আগে ভুলগুলো কাটাতে পারলেই প্রস্তুতি ম্যাচের সার্থকতা থাকবে।’
বিজ্ঞাপন
শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু বলেন,‘গত মৌসুমে আমরা তেমন ভালো করতে পারিনি। এই মৌসুমে ভালো মানের বিদেশি আনার চেষ্টা করেছে ক্লাব। প্রস্তুতি ম্যাচগুলোর মাধ্যমে তাদের অবস্থা যাচাই করা যাবে।’
রোববার বিকেল পৌনে তিনটায় রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ক্যাম্পাস ফিল্ডে সাইফ স্পোর্টিং ও শেখ রাসেলের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এজেড/ এমএইচ