জ্যামিসন-তোপে দ্বিতীয় দিনেই খাদের কিনারে উইন্ডিজ
ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ ১২৪/৮ (ব্ল্যাকউড ৬৯, জ্যামিসন ৫-৩৪, সাউদি ৩-২৯)
নিউজিল্যান্ড ৪৬০ (নিকলস ১৭৪, ওয়াগনার ৬৬, গ্যাব্রিয়েল ৩-৯৩)
হেনরি নিকলসের সেঞ্চুরিতে প্রথম দিনেই বড় সংগ্রহের পথে ছিলো স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে তারা থামলো ৪৬০ রানে। এরপর কাইল জ্যামিসনের তোপে ১২৪ রানেই ৮ উইকেট হারিয়েছে উইন্ডিজ। ফলে আরেকটা বড় হারের শঙ্কা চোখরাঙানি দিচ্ছে ক্যারিবীয়দের।
বিজ্ঞাপন
নিউজিল্যান্ড প্রথম দিন শেষ করেছিলো ২৯৪ রানে। অপরাজিত সেঞ্চুরিয়ান নিকলস এদিন নিজের সেঞ্চুরিটাকে রূপ দিয়েছেন ড্যাডি সেঞ্চুরিতে। রস্টন চেজের শিকার হয়ে নবম ব্যাটসম্যান হয়ে যখন ফিরছেন, তার আগে তুলে নিয়েছেন ক্যারিয়ারসেরা ১৭৪ রান। নিল ওয়াগনার পান ক্যারিয়ারে প্রথম অর্ধশতকের দেখা। তাতে ব্ল্যাকক্যাপদের সংগ্রহ দাঁড়ায় ৪৬০-এ।
উইকেট প্রথম দিনেই ছিলো সবুজ ঘাসে ছাওয়া। খেয়াল না করলে কোনটা উইকেট আর কোনটা আউটফিল্ড, তা বোঝার উপায় নেই আদৌ। সেখানে নিউজিল্যান্ড যে দৃঢ়তা নিয়ে ব্যাট করলো, সফরকারী উইন্ডিজ পারেনি তার ছিটেফোঁটাও। সাউদি আর জ্যামিসনের ধনুকের মতো সুইং আর অ্যাকুরেসির কাছে অসহায় ক্যারিবীয়রা ২৯ রানেই হারায় ৪ উইকেট।
বিজ্ঞাপন
আগের টেস্টের সেঞ্চুরিয়ান জার্মেইন ব্ল্যাকউড এদিনও দলের ত্রাতা হয়ে দাঁড়িয়ে যান শামরাহ ব্রুকসকে সঙ্গে নিয়ে। তাদের ৬৮ রানের জুটিতে যখনই একটু ধাতস্থ মনে হচ্ছিলো ক্যারিবীয়দের, জ্যামিসন আবারও আঘাত হানেন তখনই। বিদায় নেন ব্ল্যাকউডের সঙ্গী ব্রুকস। এরপর ব্ল্যাকউডও টিকলেন আর মাত্র ওভার পাঁচেক। ৬৯ রান করে সাউদির শিকার বনে সাজঘরমুখো হন তিনিও।
দিন শেষ হওয়ার আগে আরও দুটো উইকেটের পতন দেখেছে ক্যারিবীয়রা। নয় রান করে অধিনায়ক জেসন হোল্ডার আর রানের খাতা খোলার আগেই জ্যামিসনের শিকার হয়ে আলজেরি জোসেফ ফিরেছেন সাজঘরে। তাতে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখা পান মোটে তৃতীয় টেস্ট খেলতে নামা জ্যামিসন।
ব্ল্যাকউডের বিদায়ের পরই ক্যারিবীয়দের ফলো অনে পড়ার শঙ্কা জোড়ালো হয়েছিলো, দিনের শেষ ভাগে হোল্ডার আর জোসেফের বিদায়ে সেটা আরও স্পষ্ট হয়েছে কেবল। তৃতীয় দিনে কাল রবিবার ফলো অন এড়ানো, কিংবা নিদেনপক্ষে ব্যবধান কমানোর গুরুদায়িত্ব থাকবে অপরাজিত দুই ব্যাটসম্যান শেমার হোল্ডার আর জশুয়া ডি সিলভার অনভিজ্ঞ কাঁধে।
এনইউ