ছবি : সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শনিবার লন্ডন থেকে বাংলাদেশের বৃটিশ কোচ জেমি ডে গণমাধ্যমে জানান, জামাল আমাকে গতকাল (শুক্রবার ) জানিয়েছে সে করোনা আক্রান্ত।

কাতারের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলেছে ৪ ডিসেম্বর। সেই ম্যাচ শেষে পরের দিনই বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরলেও অধিনায়ক জামাল ভূঁইয়া থেকে যান কাতারের দোহাতেই। জাতীয় দলের বিদেশি কোচরাও দোহা থেকে নিজ নিজ দেশে চলে যান। 

জামালের একা থেকে যাওয়া নিয়ে জেমি ডে বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। জাতীয় দলের দায়িত্ব শেষে সে কিছু দিন সময় কাটাতে চেয়েছে।’ করোনা নেগেটিভ না পাওয়া পর্যন্ত জামাল কাতার ত্যাগ করতে পারবেন না। 

৫ জানুয়ারি থেকে আই লিগ শুরু হবে। করোনায় আক্রান্ত হওয়ায় তার ফিটনেসে ঘাটতি পড়বে। এ নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘কিছুটা তো প্রভাব পড়বেই। কিন্তু করোনার উপর কারো হাত নেই। দুভার্গ্যজনকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে।’ কাতারে থাকা জামাল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। 

এর আগে জাতীয় দলের কোচ জেমি ডে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পরই করোনা পজিটিভ হয়েছিলেন। পঞ্চম বারের পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ হয়ে দোহা যান। ম্যাচ শেষে ৫ ডিসেম্বর দোহা থেকে লন্ডন চলে যান জেমি। 

এজেড/এটি/এমএইচ