ছবি: সংগৃহীত

আঙুলের চোটে অফ স্পিনার নাঈম হাসানের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পড়ে গেছে শঙ্কায়। আজ বিশেষজ্ঞের মতামতের উপর নির্ভর করছে আসন্ন সিরিজে তার খেলা, না খেলা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চোট পান তিনি। তাতে অন্তত টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার, এটা নিশ্চিত হয়ে গেছে।

গত ১০ ডিসেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে বেক্সিমকো ঢাকার প্রথম একাদশে ছিলেন না নাঈম। নেমেছিলেন বদলি ফিল্ডার হিসেবে। ডিপ এক্সট্রা কভার অঞ্চলে চার বাঁচাতে গিয়ে সেদিন বোলিং হাতের আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। প্রাথমিকভাবে চোট অতোটা গুরুত্বপূর্ণ মনে না হলেও পরে জানা যায় টুর্নামেন্ট শেষ তার।

বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের অপেক্ষা আজ, সম্ভাবনা আছে অস্ত্রোপচারেরও। যেটা হলে প্রস্তাবিত উইন্ডিজ সিরিজে আর তার খেলা হচ্ছে না। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘চোটটা তার কনিষ্ঠা আঙুলে। আগামীকাল (আজ) একজন বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যেখানে তাকে নিয়ে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারিত হবে।’

ক্যারিয়ারের শুরুটা এই ক্যারিবীয়দের বিপক্ষেই হয়েছিলো নাঈমের। ২০১৮ সালে চট্টগ্রামে নিজের অভিষেক ইনিংসেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন তরুণ এই স্পিনার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পাওয়া চোটে যদি শেষমেশ অস্ত্রোপচারের প্রয়োজনই হয়, সেই উইন্ডিজের বিপক্ষে এবার আর খেলা হবে না নাঈমের। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক।

‘আঙুলে যেহেতু চিড় আছে, সে কারণে একটা দুর্ভাবনা আছেই। যদি তার অস্ত্রোপচারের দরকার পরে সেক্ষেত্রে উইন্ডিজের বিপক্ষে তিনি ছিটকে যাবেন, কারণ সেরে উঠতে তার কিছুটা সময় লাগবে।’ 

দেবাশিষ চৌধুরী, প্রধান চিকিৎসক, বিসিবি

প্রস্তাবিত সূচিতে বাংলাদেশ সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটো টি-টোয়েন্টি খেলার কথা ক্যারিবীয়দের। জানুয়ারিতে অনুষ্ঠেয় সিরিজটিতে খেলার কথা অবশ্য এখনো নিশ্চিত করেনি উইন্ডিজ। আজ সোমবার এ ব্যাপারে খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে আলোচনায় বসার কথা দেশটির ক্রিকেট বোর্ডের।