লড়াইটা ব্রাজিলের জন্য কিছুটা হলেও প্রতিশোধের। জুলাইয়েই আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরেছে তারা। একই সঙ্গে কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের জয়রথ ধরে রাখার লড়াইও। এখানে সাত ম্যাচের সবগুলোতে জিতেছে তারা।

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত আর্জেন্টিনাও। সাত ম্যাচে চার জয় ও তিন ড্র তাদের। এমন শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ৯ ফুটবলার যোগ দিতে পারেননি ব্রাজিলের ক্যাম্পে। তাই অনেকটা দ্বিতীয় সারির দলই সাজাতে হয়েছে সেলেসাও কোচ তিতেকে।

গোলরক্ষক অ্যালিসন, মিডফিল্ডার ফাবিনহো ও ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো (লিভারপুল), গোলরক্ষক এদারসন ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ডিফেন্ডার থিয়াগো সিলভা (চেলসি), মিডফিল্ডার ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), ফরোয়ার্ড রিচার্লিসন (এভারটন) এবং ফরোয়ার্ড রাফিনহা (লিডস ইউনাইটেড) এই ৯ ফুটবলারকে পাচ্ছেন না তিতে।

তাদের ছাড়াই একাদশ সাজিয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত ম্যাচে কোপার একাদশের কেবল চারজন ফুটবলার আছেন ব্রাজিল দলে। তারা হলেন-দানিলো, ক্যাসেমিরো, পাকুয়েতা ও নেইমার।

ব্রাজিল একাদশ :
ওয়েভারটন
দানিলো, এডের মিলিতাও, ভারসিমো, অ্যালেক্স সান্দ্রো
ক্যাসেমিরো, গারসন, 
লুকাস পাকুয়েতা, এভারটন রিবেইরো
নেইমার ও গাভি

 

এমএইচ/ওএফ