কিছু দিন আগে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি ছিলেন দুই ক্রিকেট ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী ও নাদির শাহ। জালাল আহমেদ চৌধুরী কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও সাবেক আইসিসি আম্পায়ার নাদির শাহ পৃথিবী ছেড়েছেন হাসপাতালে থেকেই। নাদির শাহের মৃত্যুর এক সপ্তাহ যেতে না যেতেই আজ আবার সেই হাসপাতালে ভর্তি হয়েছেন জালাল আহমেদ চৌধুরী। 

শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন জালাল আহমেদ চৌধুরী। বুধবার সন্ধ্যায় শরীর কিছুটা খারাপ হওয়ায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ অপেক্ষা করে বাসায় চলে যান। রাতে পরিস্থিতি আরেকটু অবনতি হলে আবার হাসপাতালে আনা হয়। ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। 

জালাল আহমেদ চৌধুরীর শিষ্য সাবেক ক্রিকেটার ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। অসুস্থ হওয়ার পর থেকে তাকে দেখভাল করছেন তিনি। দেবব্রত পাল বলেন, স্যার রাতের দিকে খুব অস্বস্তি বোধ করে। এ জন্য তাড়াতাড়ি আনোয়ার খান মেডিকেলে ভর্তি করা হয়। অনেক হাসপাতালে কেবিন নেই। আর আগেও যেহেতু এখানে চিকিৎসা নিয়েছিলেন তাই ভর্তি করা হয়েছে। সবাই স্যারের জন্য দোয়া করবেন। 

জালাল আহমেদ চৌধুরী সত্তর দশকে ক্রিকেটার ছিলেন। আশির দশক থেকে কোচিং করান। গাজী আশরাফ হোসেন লিপু থেকে শুরু করে হালের তুষার ইমরানরা তার শিষ্য। কোচিং ছাড়াও তিনি ক্রীড়া সাংবাদিকতা করেছেন। দেশের অন্যতম সেরা ক্রীড়া লেখকদের একজন তিনি। 

এজেড/এসকেডি