নিজেকে ভাগ্যবান ভাবছেন ইয়াসিন আরাফাত
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। এবার ভারতের বিপক্ষে জয়ের সমতুল্য ড্র এনে দিয়েছেন আরেক ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। ইয়াসিনের একমাত্র গোলে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে।
ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ভারতের গোলদাতা সুনীল ছেত্রীকে টপকে ম্যাচ সেরার পুরস্কার ইয়াসিন আরাফাতই পেয়েছেন। সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের মতো দলের বিপক্ষে ম্যাচ বাঁচিয়ে ও ম্যাচ সেরা হয়ে উচ্ছ্বসিত ইয়াসিন, ‘প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া। এরপর কোচ এবং টিমমেটদের ধন্যবাদ। সবার সহযোগিতায় আমি গোল পেয়েছি।’
বিজ্ঞাপন
ভারতের বিরুদ্ধে এই ড্রয়ে নিজেকে ভাগ্যবান ও উচ্ছ্বসিত মনে করছেন এই ডিফেন্ডার, ‘ভারতের মতো দলের বিপক্ষে গোল করা অবশ্যই ভাগ্যের ব্যাপারে। আমি খুবই উচ্ছ্বসিত।’
ইয়াসিন আরাফাত ঘরোয়া লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে মাঝে মধ্যে গোল করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে কয়েকটি ম্যাচ খেললেও আজই তার গোলের অভিষেক হলো। অভিষেক গোলেই বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেন।
বিজ্ঞাপন
এজেড/টিআইএস