সতীর্থদের সঙ্গে উইকেটের আনন্দ ভাগ করে নিচ্ছেন কর্নওয়াল/ছবি: বিসিবি

সংক্ষিপ্ত স্কোর
উইন্ডিজ ২৫৭ (ব্র্যাথওয়েট ৮৫, ক্যাম্পবেল ৪৪; রিশাদ ৭৫/৫)
বিসিবি একাদশ ১৬০ (নাইম ৪৫, নুরুল ৩০, সাদমান ২২; কর্নওয়াল ৪৭/৫)

এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে উইন্ডিজের প্রস্তুতি ম্যাচটা যেন আভাস দিচ্ছে মূল টেস্ট সিরিজেরই। প্রথম দিনেই স্পিনার রিশাদ স্পিন জাদুতে তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় দিনের প্রথম দেড় সেশনেও সফল স্পিনাররাই। রাকিম কর্নওয়াল আর জোমেল ওয়ারিকানের ঘুর্ণিজাদুতে প্রথম ইনিংস শেষে লিড নিয়েছে সফরকারীরা।

দিনের শুরুতেই আঘাত হানে সফরকারীরা। কেমার রোচের বলে লেগ বিফোর হয়ে ফেরেন সাইফ। এরপর মোহাম্মদ নাইম আর সাদমান ইসলাম মিলে ভালো এক প্রতিরোধ গড়ে তোলেন।

দ্রুত প্রথম উইকেট হারানোর পর সাদমান-নাইম গড়ে তোলেন ৭৪ রানের জুটি-বিসিবি

তবে তাদের জুটিটাকে বড় হতে দেননি রাকিম কর্নওয়াল। ৪৮ বলে নয় চারে করা ৪৫ রানের ইনিংস শেষে দীর্ঘদেহী ক্যারিবিয়ান স্পিনারের বলে বোল্ড হন নাইম। দলীয় ৯৮ রানে ভাঙে সাদমান-নাইমের ৭৪ রানের জুটি। 

এরপরই বিসিবি একাদশের ছন্দপতন। পরের ওভারেই আলজারি জোসেফের আঘাত। নাইমের ঝড়ো ব্যাটিংয়ের বিপরীতে চোয়ালবদ্ধ দৃঢ়তায় উইকেট কামড়ে পড়ে থাকা সাদমান ৮৪ বলে ২২ রান করে ক্যাচ দেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে। এক ওভার পর আরও এক ধাক্কা বিসিবি একাদশের। এবার আবারও কর্নওয়াল। ১ রান করা ইয়াসির আলিকে কাভেম হজের ক্যাচ বানান তিনি। দুই রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারিয়ে বিসিবি একাদশ তখন প্রমাদ গুণছে বিপদের। 

এরপর অবশ্য পরিস্থিতি সামলেছেন শাহাদাত হোসেন ও উইকেটরক্ষক নুরুল হাসান। তাদের অবিচ্ছিন্ন ১৫ রানের জুটিতে সেশনের বাকি সাতটা ওভার নির্বিঘ্নেই পার করেছে বিসিবি একাদশ।

বিপত্তির শুরু দ্বিতীয় সেশনের শুরুতে। ১৩ রান করা শাহাদাতকে ফেরান ওয়ারিকান। এরপর কর্নওয়াল আর ওয়ারিকানের স্পিন বিষে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দুই অঙ্কে পৌঁছুতে পারেননি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তারকা আকবর আলি, মাহমুদুল হাসান, কিংবা তৌহিদ হৃদয়রা। এক পাশ থেকে অধিনায়ক নুরুল হাসান অবশ্য উইকেট ধরে রেখেছিলেন, তবে যোগ্য সঙ্গীর অভাবে তার চেষ্টাও গেছে বিফলে। ব্যক্তিগত ৩০ রান করে থেমেছেন তিনিও। বিসিবি একাদশের ইনিংস শেষ হয়েছে ১৬০ রানে। ফলে প্রথম ইনিংস শেষে উইন্ডিজের লিড ৯৭ রানের।

বিসিবি একাদশ 

নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকবর আলী, মোহাম্মদ নাইম, মুকিদুল ইসলাম, সাইফ হাসান, সাদমান ইসলাম, শাহাদাত হোসাইন, শাহিন আলম, খালেদ আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী। 

উইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসেলে, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), কাভেম হজ, কেমার রোচ, কেওন হার্ডিং, কাইল মেয়ার্স, এনক্রুমাহ বোনার।

এনইউ//এটি