শিরোপার কথা ‘অন্য কানে বের’ করছেন গার্দিওলা
ছবি: সংগৃহীত
এই এক মাস আগেও টেবিলের শীর্ষ চারে ওঠাটাই ছিল ম্যানচেস্টার সিটির বড় লক্ষ্য। সেই সিটিই এক মাস পর আছে লিগের শীর্ষে। স্বাভাবিকভাবেই পেপ গার্দিওলার দলের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে বেশ। তবে সিটির স্প্যানিশ কোচ জানালেন, সে সব কথাকে খুব বেশি আমলে নিচ্ছেন না তিনি।
মৌসুম শুরুর নড়বড়ে ভাবটা কাটিয়ে উঠেছে গার্দিওলার দল। শেষ ১১ ম্যাচের সবক’টিতে জয় পেয়েছেন কেভিন ডি ব্রুইনারা, এ সময়ে গোল করেছেন ৩০টি। যদি অপরাজিত যাত্রার হিসেব করা হয় তাহলে দলটা হারেনি শেষ ২৮ ম্যাচে! এমন দলের শিরোপার লড়াইয়ে না থাকাটাই তো বিস্ময়ের ব্যাপার।
বিজ্ঞাপন
তবে গার্দিওলা আদৌ সেসব নিয়ে ভাবছেন না।
এই এক মাস আগেও তারা বলেছিল শিরোপা জেতার কোনো সম্ভাবনাই নেই আমাদের। আমরা জিততে থাকলে পণ্ডিতরা ভালো কথাই বলে কিন্তু এক মাস আগে আমাদের পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা নিয়েও সন্দেহ ছিল আর এখন নাকি আমরা একমাত্র ফেভারিট! এটা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়ার বিষয়, এর চেয়ে বেশি কিছু নয়।
পেপ গার্দিওলা, কোচ, ম্যানচেস্টার সিটি
বিজ্ঞাপন
সিটির এমন আগুনে ফর্মের আগে বেশ বাজে সময়ই কেটেছিল এতিহাদ স্টেডিয়ামে। প্রথম নয় ম্যাচের মাত্র চারটিতে জিতেছিল গার্দিওলার শিষ্যরা। তবে সে দুঃসময় কাটিয়ে ফর্মে ফেরায় যে খারাপ সময় পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, তা মানতে নারাজ স্প্যানিশ এই কোচ।
দলকে তাই সতর্কই করে দিলেন গার্দিওলা। বললেন, ’১১ মাসে আপনার ভালো খারাপ সময় আসবেই। আমাদের খারাপ সময় আসবেই। আমরা আরও ম্যাচ হারবো। শেষ কিছু দিনে ১১ ম্যাচ জিতেছি আমরা, ব্যাপারটা অসাধারণ। কিন্তু আমরা আরও ম্যাচ হারবো, পয়েন্ট খোয়াবো। এভাবেই আমরা শীর্ষে জাঁকিয়ে বসতে পারবো। আমি পণ্ডিতদের কথা নিয়ে মাথা ঘামাই না। এটা তাদের কাজ, আমি অনেক সম্মানও করি। কিন্তু বিষয়গুলো এক কান দিয়ে শুনে আরেক কানে বের করে দেয়ার মতো।’
এনইউ/এটি