‘থার্ড টাইম ইন এ রো ইন দিস সিরিজ!’ -তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারের প্রথম বোল্ড হন তামিম ইকবাল। এরপর ধারাভাষ্যকার পারভেজ মাহরুফ এভাবেই ধারা বিবরণী করলেন। তামিমকে ফিরিয়ে আনন্দে আত্মহারা আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকি। তিন ম্যাচ সিরিজে টানা তিনবার তামিমকে আউট করলেন এই বাঁহাতি পেসার। আগের দুবার লেগ বিফোরের ফাঁদে ফেললেও এবার টাইগার অধিনায়ককে বোল্ড করেন ফারুকি।

এই তো দিন দুয়েক আগেই বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স তামিমকে নিয়ে বলছিলেন, ‘তামিম যদি লেগ বিফোর আউট না হয়, তাকে আউট করা খুবই কঠিন।’

আগের দুই ম্যাচে বাঁহাতি ফারুকির বলে এলবিডাব্লুউ হওয়া তামিম এবার উইকেট গার্ড দিতে পারেননি। একই লেন্থের বল তামিমের পা ফাঁকি দিয়ে উইকেটে গিয়ে আঘাত করে। তামিমের যেন চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ড্রেসিংরুমে ফেরার মুখে অসহায়ত্বের ছাপ দেখা গেল তার চেহারায়!

তামিম নিজের ব্যাটিং স্ট্যান্স নিয়ে এদানিং অনেক কাজ করছেন। হেড পজিশন, ফুট মুভমেন্ট আর ব্যাক লিফট ঠিক করতেই বাড়তি মনোযোগ নেটে। তবে ঠিকঠাক অঙ্কটা মেলাতে পারছেন না। তার প্রভাব পড়ছে ম্যাচে, তার ব্যাটিংয়ের কৌশলে।

সিডন্স যেমন বলছিলেন, ‘তামিম তার সামনের পা আরও সোজা করতে চায়। এসব বিষয় খুব শিগগিরই হয় না। তবে আমরা দীর্ঘমেয়াদি চিন্তা করছি।’

তিন ম্যাচেই ফারুকীর ভেতরে আসা বলে উইকেট দিয়েছেন তামিম। উভয়ক্ষেত্রেই শট খেলার সময় বাঁহাতি ব্যাটসম্যানের পা ছিল সমান্তরাল। ফলে পারফেক্ট ব্যালেন্স পাচ্ছে না তিনি। ইনিশিয়াল মুভমেন্ট হেরফের হওয়ায় শটস সিলেকশনে সিদ্ধান্তহীনতায় ভুগছেন, পারফেক্ট হচ্ছে না। নিজের মুল্যবান উইকেটটি হারিয়ে ফেলছেন ম্যাচের শুরুতেই।

টিআইএস/এটি