বাংলাদেশ সময় ৪ মার্চ শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের মেয়েরা। নিউজিল্যান্ডে হতে যাওয়া নারীদের ওয়ানডে বিশ্বকাপের টুকিটাকি-

কত দল অংশগ্রহণ করছে?

আট দল। স্বাগতিক হওয়ায় এমনিতেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে নিউজিল্যান্ড। নারী র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত বিশ্বকাপ খেলে বাছাই পর্ব ছাড়া। বাংলাদেশসহ বাকি তিন দল বিশ্বকাপ খেলে বাছাই পর্বের বাধা টপকে।

বাছাই পর্ব স্থগিত হয়ে গিয়েছিল, তাহলে কীভাবে বাকি তিন দল বেছে নেওয়া হলো?

অমিক্রিনের শুরুর দিকে ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ায় বন্ধ হয়ে যায় বাছাই পর্বের লড়াই। এরপর দেখা হয় র‌্যাঙ্কিং। যেখানে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ এগিয়ে থাকায় সুযোগ পায় বিশ্বকাপ খেলার। বাদ পড়ে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও আয়ারল্যান্ড। 

এই তারিখগুলো মনে রাখতে পারেন 

বিশ্বকাপে হবে বেশ কয়েকটি জমজমাট লড়াই। ভারত-পাকিস্তানের মেয়েরা লড়বে ৬ মার্চ। ঠিক এর আগের দিন অ্যাশেজের দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে একে-অন্যের। দুই প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া খেলবে ১৩ মার্চ।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৫ মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তানের সঙ্গে ১৪ ও ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা খেলবে ২২ মার্চ। সেমিফাইনালের দুই ম্যাচ হবে ৩০ ও ৩১ মার্চ। ফাইনাল মাঠে গড়াবে ৩ এপ্রিল। এই তিন ম্যাচের জন্য থাকবে রিজার্ভ ডে।

ফরম্যাট কেমন হবে

ছেলেদের ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতো। প্রতিটা দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফােইনালে। শীর্ষে থাকা দল লড়বে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে, দুই ও তিন নম্বর দল মুখোমুখি হবে একে-অপরের। 

কয় ভেন্যুতে হবে ম্যাচ

৬ ভেন্যুতে মাঠে গড়াবে ৩১টি ম্যাচ। অকল্যান্ডের ইডেন পার্ক, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল, ডানেডিনের ইউনিভার্সিটি ওভার, হ্যামিল্টনের স্যাডন পার্ক, মাউন্ট মঙ্গনুইতে বে ওভাল ও ওয়েলিংটনের বেসিন রিজার্ভ।

ডিআরএস থাকবে?

হ্যাঁ, দ্বিতীয়বারের মতো নারীদের বিশ্বকাপে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। দুইটি করে রিভিউ পাওয়া যাবে প্রতি ইনিংসে।

প্রাইজ মানি কত?

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১.৩২ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পাওয়া অর্থের দ্বিগুণ। সব মিলিয়েও প্রাইজ মানি এবার বেড়েছে ৭৫ শতাংশ। রানার আপ ৬ লাখ ডলার, সেমিফাইনালের হেরে যাওয়া দুই দল ৩ লাখ ডলার ও বাকি দলগুলো ৭০ হাজার ডলার করে পাবে।

এমএইচ