কালই অভিষেক হচ্ছে বিপিএল কাঁপানো মুনিমের?
বিপিএলে বরিশালের হয়ে খেলেছিলেন মুনিম/গেটি ইমেজ
বিপিএলে দারুণ পাওয়ার হিটিং দিয়ে নজরে এসেছিলেন মুনিম শাহরিয়ার। এরপর জায়গা পেয়ে গেছেন আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডেও। আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে বৃহস্পতিবার। এই সিরিজের আগে আজ (বুধবার) মিরপুরে অনুশীলনে নামে বাংলাদেশ দল। যেখানে সবার আগে নেটে ব্যাট করতে দেখা যায় ডানহাতি ব্যাটসম্যান মুনিম শাহরিয়ারকে। বাতাসে জল্পনা কল্পনাও বাড়ছে তাতে, বিপিএলে আলোচনায় এসে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া এই তরুণ অভিষেক ক্যাপ পাচ্ছেন কি?
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইঙ্গিত দিলেন, বৃহস্পতিবারই অভিষেক হয়ে যেতে পারে মুনিমের। মিরপুরে সংবাদমাধ্যমকে মাহমুদউল্লাহ বলছিলেন, ‘মুনিমের ভালো সুযোগ আছে কাল। এখন নির্দিষ্ট করে বলতে পারবো না, আমরা উইকেটটা আজ দেখলাম।’
বিজ্ঞাপন
ঢাকা প্রিময়ার ডিভিশন ক্রিকেট লিগের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে ঝড় তুলেছেন মুনিম। তার পুরস্কার হিসেবে এবার ডাক পেয়েছেন জাতীয় দলে। দলে ফেরা লিটন দাসের সঙ্গে কাল ব্যাট হাতে ওপেন করতে দেখে যেতে পারে তাকে। অনুশীলন দেখে ইঙ্গিত মিললো সেটারই। নিজের খেলা প্রতিটি বলই জাতীয় দলের বোলারদের উড়িয়ে মারার চেষ্টায় ছিলেন মুনিম। দীর্ঘক্ষণ চললো তার এই অনুশীলন পর্ব।
ওপেনিংয়ের সঙ্গে দলের ভাবনার জায়গা মিডল অর্ডার। মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা পরিকল্পনা করব আমাদের ব্যাটিং অর্ডারটা আমরা কীভাবে সাজাতেই চাই। শুধু টপ অর্ডার নিয়ে পরিকল্পনা করলেই হবে না, গোটা ব্যাটিং ইউনিট আমাদের ভালো করতে হবে। কোনোদিন টপ অর্ডার ভালো শুরু করবে না, মিডল অর্ডার সেটা ক্যারি করবে, টপ অর্ডার ভালো শুরু করলে মিডল অর্ডার বিল্ডাপ করতে হবে। তো আমার মনে হয় এটা টোটাল টিম গেম, টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা অনেক কঠিন। তবে টিম হিসেবে আমরা যদি খেলতে পারি তবে আমাদের ভালো সুযোগ আছে।’
বিজ্ঞাপন
মিডল অর্ডার শক্ত করার ভাবনায় মুনিমের সঙ্গে অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেন চট্টগ্রামে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া ইয়াসির আলি রাব্বি। শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান এবার দল থেকে বাদ পড়ায় পাঁচ নম্বরে দেখা যেতে পারে রাব্বিকে।
টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বি বিপিএলে মিডল অর্ডার ব্যাটিং করে সাফল্য পেয়েছেন। ৮ ইনিংসে ৩১ গড় ও ১৪০ স্ট্রাইক রেটে ২১৯ রান করেছেন।
টিআইএস/এনইউ