পড়তি ফর্ম আর দলের বাজে অবস্থায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এমনিতেই প্রশ্নবাণে জর্জরিত। গুঞ্জন উঠেছিল, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে বৈঠকে বসেন মাহমুদউল্লাহর সঙ্গে। যদিও বৈঠক শেষে পাপন জানান, এ নিয়ে আলোচনা হয়নি। এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নিজের ভূমিকা নিয়ে নিজেই অন্ধকারে মাহমুদউল্লাহ।

বুধবার মাহমুদউল্লাহর কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের ম্যাচের একাদশ কেমন হতে পারে? জবাবে অধিনায়ক বললেন, একাদশ নির্বাচনে ভূমিকা নেই তার। অথচ এখন প্রায় প্রতিটি দলের অধিনায়কই নিজেদের ম্যাচের আগে প্রেস কনফারেন্সে একাদশ জানিয়ে দেন।

মাহমুদউল্লাহর কথা, ‘একাদশ ঘোষণা করার বিষয়টা আমার হাতে নেই। এটা সম্পূর্ণ বোর্ড বা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে। অধিনায়ক হিসেবে আমার যতটুকু কাজ সেটা পুরোপুরি করার চেষ্টা করব, সৎভাবে করার চেষ্টা করব।’

অথচ অধিনায়কও তো টিম ম্যানেজমেন্টের অংশ। এমনকি কাল শেষ হওয়া সেই বৈঠক শেষে বিসিবি সভাপতিও বলেছেন, প্রথম ম্যাচের জন্য ১২ জনের নাম চূড়ান্ত হয়ে গেছে।

এদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ আসন্ন বিশ্বকাপে নিজের দল কীভাবে সাজাতে চান জানতে চাইলে বললেন, ‘বিশ্বকাপ এখনও অনেক দূর, ৫-৬ মাস বাকি আছে। সামনে যেসব ম্যাচ আছে এখানে বিল্ড আপ করা প্রয়োজন আমরা কী ধরনের ক্রিকেট খেলতে চাই। হয়ত সফল হতেও পারি, না-ও হতে পারি। তবে মানসিকতা যেন সবসময় একইরকম থাকে এটাই গুরুত্বপূর্ণ।’

টিআইএস/এনইউ