ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। টাইগার শিবিরে এই অলরাউন্ডারের উপস্থিতি বাড়তি অনুপ্রেরণা জোগায়। সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঊরুর ইনজুরিতে পড়েন। এজন্য সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তবে সাকিব না থাকলেও প্রতিপক্ষ দলের জন্য বাড়তি সুবিধা দেখছেন না উইন্ডিজ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৬৮ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দেন সাকিব। তবে বিপত্তি তৈরি হয় বোলিং করতে গিয়ে। উইন্ডিজ ইনিংসের সময় নিজের বলে নিজে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান বাঁহাতি অলরাউন্ডার। স্ক্যান করার পর জানা যায়, বাম পায়ের ঊরুতে চোট পেয়েছেন তিনি। সেই ইনজুরিতে টেস্টের বাকি দিনগুলোতে আর মাঠে নামা হয়নি তার। অনেকেই মনে করছেন, সাকিব থাকলে ভিন্ন হতে পারতো চট্টগ্রাম টেস্টের ফল। 

সেই সাকিবকে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে পাবে না স্বাগতিকরা। তবে সাকিবের অনুপস্থিতি সফরকারীদের বাড়তি সুবিধা দেবে না বলে মনে করছেন ক্যারিবীয় হেড কোচ সিমন্স। বাংলাদেশ দলে বাকি যারা আছেন, তারা সাকিবের সমপর্যায়ে না হলেও টাইগার অলরাউন্ডারের অনুপস্থিতি বুঝতে দেবে না বলে ধারনা তার।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘এটা (সাকিবের না থাকা) আমাদের সুবিধা দেবে না। হ্যাঁ, সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। তবে তাদের অনেক স্পিনার এবং ব্যাটসম্যান আছে, যারা এখানে বল ঘোরাতে পারে। আমি বলবো না তারাও সাকিবের মতো, কিন্তু এই টেস্টের জন্য পর্যাপ্ত। সাকিবের অনুপস্থিতিতে আমাদের কাজ সহজ হয়ে যাবে, তেমনটি আমরা ভাবতে পারি না। এই ম্যাচ আমাদের জন্য সহজ হবে না।’

টিআইএস