ছবি: সংগৃহীত

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই ধাক্কা সামলে আবার শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই। তবে কোভিড-১৯ এর প্রকোপ থেকে মুক্তি মেলেনি। একই কারণে স্থগিত হয়ে গেল আরও একটি সিরিজ। আগামী মাসে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের। করোনার জেরে এই সিরিজটি স্থগিত হয়ে গেছে।

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় ৪ মাস বিরতির পর গত জুলাই মাসে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজের লড়াইয়ের প্রত্যাবর্তন হয়। এরপর একে একে সব দলই ফিরেছে আন্তর্জাতিক আঙিনায়। 

করোনার মধ্যে জৈব সুরক্ষা বলয় মেনে মাঠে নামছেন ক্রিকেটাররা। গত নভেম্বরে ঝুঁকি মাথায় নিয়ে পাকিস্তানে গিয়ে সিরিজ খেলে এসেছে জিম্বাবুয়ে। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের বিষয়ে ঝুঁকি নিতে চাইছে না জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী এপ্রিল মাসে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্চের ২৮ তারিখ জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল আইরিশদের। 

তবে করোনার ঝুঁকি বিবেচনায় এখনই এই সিরিজ আয়োজন করতে চাইছে না জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আপাতত স্থগিত করা হচ্ছে সফরটি। সূচি অনুযায়ী সিরিজ দুটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। কিন্তু তখন বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এজন্য ১ বছর পিছিয়ে নতুন করে ২০২১ সালের এপ্রিলে আয়োজনের সিদ্ধান্ত হয়। শেষপর্যন্ত সেটিও স্থগিত হয়ে গেল। 

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হল্ডসওর্থ জানিয়েছেন, ‘অবশ্যই আমরা হতাশ। তবে সত্যি বলতে জিম্বাবুয়ে বোর্ডের কাছ থেকে এই ঘোষণা অপ্রত্যাশিতও ছিল না। তারা আমাদের সফরটি বাস্তবায়নের জন্য আন্তরিক ছিল এবং প্রচেষ্টা চালিয়েছে। তাদের সেই প্রচেষ্টার প্রশংসা জানাই। তবে সব ছাপিয়ে আপনাকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’

টিআইএস/এটি