দলে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ থাকলেও অধিনায়কের গুরুদায়িত্ব পড়েছে মুশফিকুর রহিমের কাঁধে। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সবচেয়ে তারকাসমৃদ্ধ দলকে নেতৃত্ব দেবেন মুশফিকুর। 

প্রিমিয়ার লিগে দীর্ঘ এক যুগের বেশি সময় শিরোপার দেখা পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার নিজের ঠান্ডা মাথার অধিনায়কত্ব-গুণে সে আক্ষেপ ঘোচাতে চান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

রোববার রাজধানীর একটি হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সংবাদমাধ্যমের এক প্রশ্নের জবাবে মুশফিক বলছিলেন, ‘আপনি যেটা বললেন যে একদিকে চাপ, একদিকে ঠান্ডা মাথা, আমি মনে করি যে ঠান্ডা মানুষরাই চাপের মধ্যেই ভালো ডেলিভার করতে পারে।’

যোগ করেন মুশফিক, ‘এত বড় গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন, তারা এমন কিছু ভেবেই আমাকে সেটা দিয়েছেন। তো চেষ্টা তো অবশ্যই থাকবে। মোহামেডান শেষ কয়েক বছর চ্যাম্পিয়ন হতে পারেনি, সেটা করার জন্য এবার ক্লাব থেকে যা যা করার করেছে, এখন আমাদের ক্রিকেটারদের দায়িত্ব।’

২০২২ ডিপিএল মৌসুমে তারকার হাট বসিয়েছে মোহামেডান। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকের সঙ্গে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ ছাড়াও বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ সুযোগ পেয়েছেন দলটিতে।

২০০৯-১০ মৌসুমের পর আর ডিপিএলের শিরোপা জেতা হয়নি সাদা-কালোদের। এবার সে আক্ষেপ ঘোচাতে চান মুশফিক। তিনি বলেন, ‘আমি মনে করি যে, এ বছর ভালো একটা সুযোগ আছে। আমাদের টিমটাই ওভাবে বানানো হয়েছে। দলের শক্তিমত্তা অনেক বেশি। সাকিব-রিয়াদের রিপ্লেসমেন্ট তো আপনি কোথাও পাবেন না। আমার কাছে মনে আছে তরুণ অভিজ্ঞতার মিশেলে বেশ ভালো দল হয়েছে।’

টিআইএস