দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে এসেছিলেন। এরপর ছিলেন কোয়ারেন্টাইনে। এ কারণে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান। এরপর তিনি অনুশীলনে ফিরতেই দলটি লিখেছিল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’

এবার এই ‘বাঘ’কে একাদশেও রাখল দিল্লি। আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে শনিবার রাত আটটায় মাঠে নামবে তারা। এই ম্যাচে দিল্লির একাদশে আছেন মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজকে ছাড়াই অবশ্য শুরুটা দারুণ করেছে দিল্লি। ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে তারা হারিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। 

দিল্লি ক্যাপিটালস একাদশ : পৃথ্বী শ, টিম সেফার্ট, মনদীপ সিং, ঋষভ পান্ত (উইকেটরক্ষক, অধিনায়ক), ললিত যাদব, রোভম্যান পাওয়েল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান

গুজরাট টাইটান্স একাদশ: শুভমন গিল, ম্যাথু ওয়েড, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, অভিনব মনোহর সাদারাঙ্গানি, রশিদ খান, লকি ফার্গুসন, বরুণ অ্যারন, মোহাম্মদ শামি

এমএইচ