জয়ের দিনে পিছিয়েই থাকল বাংলাদেশ
দিনটা শুধুই মাহমুদুল হাসান জয়ের। কেউ নিশ্চয়ই এ নিয়ে আপত্তি করবেন না। ধৈর্য ধরেছেন, সংগ্রাম করেছেন, সেঞ্চুরিটাও পেয়েছেন শেষ অবধি। পরে যখন দরকার হয়েছে, দ্রুতও রান তুলেছেন। কিন্তু অন্য প্রান্তে ছিল কেবল আসা-যাওয়ার মিছিল। পিছিয়ে থেকেই তাই অলআউট হতে হয়েছে বাংলাদেশকে।
ডারবানে টেস্টের তৃতীয় দিনশেষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে ৭৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। সরেল এরউই ও ডিন এলগার ৩ রান করে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনের শেষদিকে ব্যাটিংয়ে নামা জয় খেলেছেন প্রায় তৃতীয় দিনের পুরোটাই। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন। তার আগে গড়েছেন দারুণ সব কীর্তি। প্রথম বাংলাদেশি ও তৃতীয় এশিয়ান ব্যাটসম্যান হিসেবে ৩০০ এর বেশি বল খেলেছেন দক্ষিণ আফ্রিকায়।
সেঞ্চুরি? বাংলাদেশি হিসেবে টেস্টে এটাই প্রোটিয়াদের মাটিতে প্রথম। জয়ের ইনিংসের মাহাত্ম্য বোঝাতে আরেকটা জিনিস বোধ হয় বলা যায়। জয় যেখানে ৩২৬ বল খেলেছেন, বাকিদের কেউ খেলতে পারেননি ১০০ বলও। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান। ১৩৬ রান করে আউট হয়েছেন জয়।
বিজ্ঞাপন