টানা দ্বিতীয় হারের কবলে পড়েছে দল। বৃহস্পতিবার লখনৌ সুপার জায়ান্টসের কাছে ৬ উইকেটে হারের পর মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের। তবে অধিনায়ক ঋষভ পান্তের দুর্দশা সেখানেই শেষ হয়নি। সেই ম্যাচে মন্থর ওভার রেটের জন্য বিশাল অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে দিল্লির অধিনায়ককে।

আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টা। গতকাল ৭ এপ্রিল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে অধিনায়ক হিসেবে প্রথমবারই পান্তের দল এমন কাজ করল। যার ফলে সব চেয়ে কম অর্থ জরিমানা করা হয়েছে তাকে। তবে সে ‘সবচেয়ে কম’ টাকার অঙ্কটাও ১২ লক্ষ টাকা! এই জরিমানা শিগগিরই শোধ করতে হবে মুস্তাফিজদের অধিনায়ককে।

নিজেদের তৃতীয় ম্যাচে লখনৌয়ের মুখোমুখি হয়ে টসে হেরে ব্যাট করতে নামে দিল্লি। দারুণ শুরুর পরও তাদের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। জবাবে কুইন্টন ডি ককের ৮০ রানের ইনিংসে ভর করে লখনৌ সহজ এক জয়ই তুলে নেয়।

ভালো শুরুর পরও দিল্লি লড়াকু সংগ্রহ পায়নি, শেষমেশ ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে সেটাই। অন্তত পান্ত মনে করছেন তেমন কিছুই। তিনি বলেন, ‘এভাবে শিশির পড়লে কিছু করার নেই আমাদের। আমরা ১০-১৫ রান কম করেছি। শেষের দিকে আবেশ খান এবং জেসন হোল্ডার আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। ৪০ ওভার পর্যন্ত নিজেদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি।’

এনইউ