প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে শরিয়তপুর জেলায় আরমানের ঝড়ো সেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে বি এইচ সি। আই আই এন সির বিরুদ্ধে তার ৬০ বলে ১৩১ রানের কল্যাণে ৯ উইকেটে জিতেছে বি এইচ সি।

প্রথমে ব্যাট করা আই আই এন সি ৩০.২ ওভারে অলআউট হওয়ার আগে ১৮০ রান করে। যুবায়ের সর্বোচ্চ ৫৯ রান করেন। জবাবে ১৫.৪ ওভারে ১ উইকেটে ১৮৫ রান করে বি এইচ সি। আরমানের অপরাজিত ১৩১ রানের ইনিংস ১৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় সমৃদ্ধ ছিল।

টাঙ্গাইলে সৃষ্টি একাডেমির বিপক্ষে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন টাঙ্গাইল হাই স্কুলের আল-রাফি। প্রথমে ব্যাট করে আলআউট হওয়ার আগে ১৮৮ রান করে টাঙ্গাইল হাই স্কুল। আবিদ ৪৬, হামজা ২৬ ও আল-রাফি ২৪ রান করেন। জবাবে আল রাফির বোলিং তোপে ১৪৪ রানে অলআউট হয় সৃষ্টি একাডেমি। ৪৪ রানে জয়ের ম্যাচের সেরা হয়েছেন আল-রাফি।

নাটোরে ৬ উইকেট নিয়েছেন সরকারি উচ্চ বিদ্যালয়ের আল-মারুফ। তার বোলিং তোপে ৬১ রানে অলআউট হয় গ্রিন একাডেমি হাই স্কুল। আল মারুফ ১৫ রানে ৬ উইকেট নিয়েছেন। জবাবে ৭.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখে ৬৪ রান করে সরকারি উচ্চ বিদ্যালয়। ম্যাচ সেরা হয়েছেন আল-মারুফ।

এমএইচ