চট্টগ্রামে নয়, বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা
২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলিয়ে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।
আগের সূচি অনুযায়ী সরাসরি প্রথম টেস্টের ভেন্যু শহর চট্টগ্রামে নামার কথা ছিল লঙ্কানদের। যেখানে দুই দিন প্রস্তুতির পর ১১ আর ১২ মে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল দিমুথ করুণারত্নের দলের। তবে বদলে গেছে এই সূচি। নতুন সূচি অনুযায়ী আগে ঢাকায় নামবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৯ মে অনুশীলন শেষে ১০ আর ১১ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
বিজ্ঞাপন
এই প্রস্তুতি ম্যাচটি হবে সাভারের বিকেএসপিতে। এরপর ১২ মে চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা। সেখানে ১৩ আর ১৪ মে দুই দিন অনুশীলন শেষে ১৫ মে প্রথম টেস্ট। ২০ মে আবার ঢাকায় ফিরে আসবে শ্রীলঙ্কা দল। ২১, ২২ মে অনুশীলন সূচি রয়েছে তাদের। ২৩ মে সিরিজের শেষ টেস্টটি খেলতে নামবে সফরকারীরা। সব ঠিক থাকলে সফর শেষ করে ২৮ মে নিজ দেশে যাবে লঙ্কানরা।
চট্রগ্রামে প্রথম ম্যাচটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুরে শেষ টেস্টটি হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুইটি ম্যাচই শুরু হবে সকাল ১০টায়।
বিজ্ঞাপন
টিআইএস/এনইউ