প্রিমিয়ার লিগে অগ্রণী ব্যাংক ও র্যাপিড ফাউন্ডেশন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার ছাড়পত্র পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব আর র্যাপিড ফাউন্ডেশন। প্রথম বিভাগ থেকে চ্যাম্পিয়ন আর রানার্সআপ হয়ে ডিপিএলের উঠে এসেছে তারা। ঢাকা লিগের আগামী মৌসুমে মাঠে নামবে দল দুইটি।
শুক্রবার তাদের ডিপিএল ভাগ্য নির্ধারণ হয়। সিসিডিএম থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ ২৫ পয়েন্ট নিয়ে প্রথম বিভাগের চ্যাম্পিয়ন দল হিসেবে প্রিমিয়ার লিগে উন্নতি হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। এক পয়েন্ট কম অর্থাৎ ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে র্যাপিড ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
এর আগেও ঢাকা লিগে খেলেছে অগ্রণী ব্যাংক। সবশেষ ২০১৭-১৮ মৌসুমে খেলতে নেমে কলাবাগান ক্রীড়া চক্রের সঙ্গে প্রথম বিভাগে অবনমন হয় তাদের। র্যাপিড ফাউন্ডেশন অবশ্য এবারই প্রথমবারের মতো ডিপিএল খেলবে।
এদিকে এবারের প্রিমিয়ার লিগ থেকে আগেই অবনমন হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। ডিপিএলের চলতি মৌসুমে অংশ না নেওয়ায় প্রথম বিভাগে নেমে যেতে হচ্ছে তাদের। সঙ্গে রেলিগেশন অনেকটাই নিশ্চিত খেলাঘর সমাজ কল্যাণ সমিতির।
বিজ্ঞাপন
টিআইএস/এটি