আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে হারের কবলে পড়েছে দিল্লি ক্যাপিটালস। তবে তা ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে শেষ ওভারের নো বল বিতর্ক। তার প্রতিবাদ করে শাস্তির মুখে পড়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পান্ত, শার্দুল ঠাকুর ও সহকারী কোচ প্রবীণ আমরে। 

গতকাল শুক্রবার শেষ ওভারে জয়ের জন্য ৩৬ রান প্রয়োজন ছিল দলটির। তখন রভম্যান পাওয়েলের তিন ছক্কায় অসম্ভবকে সম্ভব করার আশা দেখছিল দলটি। তবে তৃতীয় বলটায় ঘটে যায় নাটক। ওবেদ ম্যাকয়ের করা কোমড় থেকে একটু উঁচুতে করা এক ফুলটস থেকে তৃতীয় ছক্কাটা মারেন পাওয়েল। মাঠে থাকা দুই ব্যাটার, ডাগআউটে বসা দিল্লির খেলোয়াড়-স্টাফরা নো বলের আবেদন করলেও তাতে আর সাড়া দেননি দুই আম্পায়ার, তৃতীয় আম্পায়ারের কাছেও সিদ্ধান্তটা ছেড়ে দিতে ইঙ্গিত দিচ্ছিলেন দিল্লির খেলোয়াড়রা, তাতেও আম্পায়ারদের মন গলেনি।

তাতে চটে গিয়ে ডাগআউট থেকে অধিনায়ক ঋষভ পান্ত ব্যাটারদের চলে আসতে বলেন মাঠ ছেড়ে, পাওয়েল আর কুলদীপ যাদব মাঠ ছাড়তে বসলে আম্পায়াররা থামান তাদের। এরপর পান্ত সহকারী কোচ প্রবীণ আমরেকে পাঠান আম্পায়ারের সঙ্গে কথা বলতে, তবে লাভের লাভ কিচ্ছু হয়নি। এই বিতর্কিত সিদ্ধান্তের পরই খেলার মোমেন্টাম হারিয়ে বসে দিল্লি। প্রথম তিন বল থেকে ১৮ রান তুললেও পরের তিন বল থেকে আর ১৮ তুলতে পারেনি। ম্যাচটা হারে ১৫ রানে।  

এরপর ম্যাচপরবর্তী প্রতিক্রিয়াতেও নো বল না হওয়ার হতাশা প্রকাশ করেছিলেন পান্ত। তখনই আঁচ করা হচ্ছিল, শাস্তির মুখে পড়তে হবে তাকে। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। শাস্তি পেতেই হয়েছে তাকে। ম্যাচ ফির পুরোটাই জরিমানা দিতে হয়েছে তাকে। সহকারী কোচ প্রবীণ আমরেকেও দিতে হয়েছে পুরো ম্যাচ ফি, তবে তিনি প্রতিবাদের পাশাপাশি এসেছিলেন মাঠেও, যে কারণে তাকে পুরো ম্যাচ ফি জরিমানা দেওয়ার পাশাপাশি এক ম্যাচ নিষিদ্ধও করেছে কর্তৃপক্ষ। এছাড়াও শার্দুল ঠাকুরকে গুণতে হয়েছে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা।

এনইউ/এটি