নাজমুল হাসান পাপন/ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বরাবরই আলোচিত তার বিষ্ফোরক মন্তব্যের কারণে। কম গেলেন না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষদিনও। ০-২ ব্যবধানে সিরিজ হারের পর ক্ষোভ উগরে দিলেন পাপন। টিম ম্যানেজমেন্টের পূর্বের সিদ্ধান্ত সামনে এনে বিসিবি সভাপতি বললেন, এমন চমক পছন্দ করেন না তিনি।

ঘরের মাঠে আফগাস্তিনের বিপক্ষে টেস্ট হার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পন। সেখানে বেশি ভুগতে হয়েছিল দিবা-রাত্রির টেস্টে। প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোর নিচে খেলতে নেমে খেই হারিয়ে বসে টাইগাররা। গোলাপি বলের পাঁচ দিনের ম্যাচ তিন দিনের পুরোটাও নিতে পারেনি অধিনায়ক মুমিনুল হকের দল।

সেই ম্যাচে পাপন পরামর্শ দিয়েছিলেন টস জিতে ফিল্ডিং নেওয়ার। অথচ অধিনায়ক মুমিনুল তাকে কথা দিয়েও পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সেটি কিছুতেই মেনে নিতে পারেননি পাপন। সেই ক্ষোভের সঙ্গে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হার। শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো বারুদের মতো জ্বলে উঠলেন বিসিবির বড় কর্তা। 

প্রথমে গেল আফগানিস্তান। কিছুই ভালো লাগলো না। ম্যাসেজটা তাকে দেয়া হয়েছে। গেলাম ভারতে পিঙ্ক বলের ডে নাইট টেস্টের আগে জিজ্ঞেস করলাম সবাইকে, আমাকে শতভাগ নিশ্চয়তা দিল। আমাদের অধিনায়ক মুমিনুল সবার সামনে, কোচের সামনে বলল যে, টসে জিতলে আমরা ফিল্ডিং নেব। পরে মাঠে গিয়ে দেখি ব্যাটিং। কি করবো? এরকম হলে বড় সমস্যা। এখন এরকম তো কখনও হয়নি। কারো সাথেই হয় নাই।

নাজমুল হাসান পাপন, সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এমন চমক পছন্দ করেন না পাপন, ‘আমি বলতে চাচ্ছি এটা কেউ করেছে। বলছিনা মুমিনুল করেছে। সেটা আমি বলেছি না। কেউ চেঞ্জ করেছে সেটা যদি আমাকে না জানায় এটা বড় সমস্যা। আমি খালি তখন বলেছিলাম, এমন সারপ্রাইজ আমি পছন্দ করি না। তোমরা যদি চেঞ্জ করতে চাও আমাকে জানাতে হবে।’

টিআইএস/এনইউ