করোনার টিকা নিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন / ছবি : ঢাকা পোস্ট

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়েছেন তিনি।

পাপন সোমবার টিকা নিলেও ক্রিকেটাররা টিকা নেবেন আরও দুইদিন পর। আগামী ১৮ ফেব্রুয়ারি করোনার টিকা নেবেন ক্রিকেটাররা। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

তিনি বলেন, ‘খেলোয়াড়দের ১৬ তারিখে টিকার আওতায় আসার কথা ছিল। তবে টেস্ট একদিন আগে শেষ হয়ে যাওয়ায় অনেকেই বাসায় ফিরে গেছেন। এজন্য আমরা ১৮ তারিখ পর্যন্ত সময় নিয়েছি। সব ঠিক থাকলে ওদিনই টিকে নেবে সবাই।’

তবে ঠিক কতজন টিকা গ্রহণ করবেন এই বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন দেবাশীষ, ‘এখনো চূড়ান্ত না, ঠিক কতজন টিকে নেবেন। আমরা একটা তালিকা করছি। সেটি ১৭ তারিখে চূড়ান্ত হবে। শুরুতে জাতীয় দলের ক্রিকেটাররা টিকা পাবেন। যারা নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন তারাই।’  

এর আগে বোর্ডের বেশ কয়েকজন বড় কর্মকর্তা জানিয়েছেন ক্রিকেটারদের টিকা দিয়ে শিগগিরই ঘরোয়া ক্রিকেট পুরোদমে চালু করা হবে।  

এমএইচ/এটি