ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ভরাডুবির পর একাধিক প্রশ্ন সামনে এসেছে। দল নির্বাচন থেকে শুরু করে মাঠের ক্রিকেট, পরিচালিত হচ্ছে কিভাবে? ক্রিকেটারদের নিবেদনের সঙ্গে অধিনায়কের ভূমিকা কোনকিছুই ঠিকঠাক ছিল না। ক্যারিবীয়দের কাছে এমন হারের জন্য ক্রিকেটারদের কাঠগড়ায় তুলছেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।  

রোববার মিরপুরে বাংলাদেশ-উইন্ডিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শেষ হওয়ার পর গণমাধ্যমকে দুর্জয় বলেন, ‘যখনই আমরা প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন করি তখনই ব্যক্তিগত স্বার্থ বলেন, এনডোরসমেন্টের শ্যুটিং, ফিজিক্যাল চেক আপ ঐ সময়টাতেই কেন? অনেক প্লেয়ারকে দেখা গেছে এই ছুটি কাজে লাগিয়ে বিদেশে বেড়াতে গেছে। কিন্তু আমি মনে করি এ ক্ষেত্রে জাতীয় স্বার্থটাকে ছোট করে দেখা হয়েছে।’

উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়েনডে সিরিজের আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। তবে টেস্টের আগে তেমন কোনও প্রস্তুতি ছিল না টাইগারদের। মূল ম্যাচে প্রস্তুতির ঘাটতি ছিল স্পষ্ট। হারের পিছনে এটিকে বড় কারণ হিসেবে দেখছেন দূর্জয়। এখানেও খেলোয়ড়দের অনিচ্ছার কথা জনিয়েছেন তিনি। 

দুর্জয় জানালেন, ‘দেখলে বোঝা যায় কি পরিকল্পনায় এগোচ্ছে। আমার কাছে সেরকম কিছু মনে হয়নি। দুইটা চারদিনের ম্যাচ খেলার কথা ছিল এই সিরিজ লক্ষ্য করে। সেখান থেকে ম্যাচের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, অনেকেই খেলতে চাচ্ছিলো না। যেটা কারণ হিসেবে আমাদের দেখানো হয়েছে যে, এতদিন বায়ো বাবলে থাকলে মানসিকভাবে ধকল সামলানো কঠিন হবে।’

মাঠে অধিনায়কের ভূমিকা নিয়ে এই বোর্ড পরিচালকের মন্তব্য, ‘ক্রিকেটে অধিনায়কের ভূমিকাটা এখন অনেক কম দেখা যায়। কেন জানি আমার মনে হয় ছক বাধা ল্যাপটপে, আগেরদিন হোম ওয়ার্ক করে যে জিনিসগুলো দেওয়া হবে ওইভাবেই অধিনায়করা আগায়।’ 

টিআইএস/এমএইচ