হরভজনের পর সাকিব-ক্যালিসদের ছাড়ালেন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিন/ ছবি: ইএসপিএন ক্রিকইনফো
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে প্রতিপক্ষের ৯ উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টে আরও বেশি উজ্জ্বল ভারতীয় অফ স্পিনার। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেওয়ার পথে হরভজন সিংকে ছাড়িয়ে যান তিনি। এরপর ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের রেকর্ডে অলরাউন্ডার সাকিব আল হাসান, জ্যাক ক্যালিসদের টপকে যান অশ্বিন।
আগের ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর নিজের অফ স্পিন বিষে ইংল্যান্ডের ৬ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান অশ্বিন। গত ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অশ্বিনে ঘূর্ণিতে পরাস্ত হয়ে প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে গুঁটিয়ে যায় সফরকারীরা। বল হাতে ৪৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই অফ স্পিনার। এই ৫ উইকেট নেওয়ার পথে হরভজনকে ছাড়িয়ে যান অশ্বিন।
বিজ্ঞাপন
নিজের টেস্ট ক্যারিয়ার শেষে ৪১৭ উইকেটের মালিক হরভজন, যেখানে দেশের মাটিতে তার উইকেট আছে ২৬৫টি। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের হরভজনকে ছাড়িয়ে যাওয়া অশ্বিনের উইকেট সংখ্যা ২৬৮টি। ঘরের মাঠে হরভজনের ২৬৫ উইকেট এসেছে ৫৫ টেস্টে। অশ্বিন ছাড়িয়ে গেলেন ১০ টেস্ট কম খেলেই। ভারতের হয়ে দেশের মাটিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে অশ্বিনের উপরে আছেন কেবল অনিল কুম্বলে। ৬৩ টেস্টে এই লেগ স্পিন কিংবদন্তির শিকার ৩৫০টি।
টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও একটি মাইলফলক স্পর্শ করেন অশ্বিন। ব্যাট হাতে সেঞ্চুরি তুলে নেন তিনি। এতেই এক টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারের রেকর্ডে নিজেকে আরও উপরে নিয়ে গেলেন অশ্বিন। অলরাউন্ড পারফরম্যান্সে তৃতীয়বারের মতো এই নজির গড়েন অশ্বিন। এতেই ছাড়িয়ে যান সাকিব আল হাসান, স্যার গ্যারি সোবার্স, সাকলায়েন মুশতাক, জ্যাক ক্যালিসদের।
বিজ্ঞাপন
সাকিব, সোবার্স, সাকলায়েন, ক্যালিসদের এই কীর্তি আছে দুবার করে। সবচেয়ে বেশিবার এই কীর্তি বোথামের- ৫ বার। টেস্টে সর্বশেষ ৫ উইকেট ও শতকের কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেজ, ২০১৬ সালে।
টিআইএস/এনইউ