‘বিশ্বমানের’ মুস্তাফিজের অভাব পূরণের চেষ্টা রাজাদের
আইপিএল চলছে, সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট যখন চলছে, তার মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। বোর্ডের অনাপত্তিপত্র নিয়েই সেখানে গিয়েছিলেন মুস্তাফিজ, তাই আইপিএলের মাঝখানে আর এই সিরিজের জন্য তাকে ডাকেনি বিসিবি।
তবে মুস্তাফিজের মতো একজন অভিজ্ঞ পেসার দলে না থাকা মানে দলে একটা শূন্যতা তৈরি হওয়া। সেই শূন্যতাটাই ঢাকার চেষ্টা করবে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা বাংলাদেশের বাকি পেসাররা। এমন কথাই জানালেন দলের পেসার রেজাউর রহমান রাজা।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘দেখেন, একটা জিনিস। মোস্তাফিজ ভাই হচ্ছেন বিশ্বমানের বোলার। উনি দলে থাকা মানে আমাদের বাড়তি একটা শক্তি। যেহেতু নাই, আমরা যারা আছি চেষ্টা করব...।’
এ তো গেল চেষ্টার কথা। মুস্তাফিজকে দলে পেলে শেখারও সুযোগ হতো রাজার। সেটা হচ্ছে না বলে কিছুটা আফসোসও ঝরে পড়ল রাজার কণ্ঠে। বললেন, ‘অবশ্যই মিস তো করছি, যেহেতু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। উনি থাকলে উনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম।’
বিজ্ঞাপন
শুধু মুস্তাফিজই নন, এই সিরিজে চোটের কারণে বাংলাদেশ পাচ্ছে না মেহেদি হাসান মিরাজ আর তাসকিন আহমেদদেরও। তাদের না থাকাকে বাকিদের জন্য সুযোগ হিসেবে দেখছেন রাজা।
তিনি বলেন, ‘আসলে তারা যেহেতু আমাদের সেরা প্লেয়ার, ওরা থাকলে আমাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকতো। যারা উনাদের রিপ্লেসে খেলবে, ওরা মুখিয়ে থাকবে যে ভালো পারফরম্যান্স করে টিমে লম্বা সময় ধরে সার্ভিস দিতে পারে। আমার কাছে মনে হয় যারা সুযোগ পাবে তাদের জন্য ভালো অপরচুনিটি এটা।’
তবে মুস্তাফিজ, তাসকিন বা মিরাজরা না থাকলেও এই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে প্রথম টেস্ট নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। তা নিয়ে বাংলাদেশের তরুণ এই পেসারের ভাষ্য, ‘আসলে সাকিব ভাই থাকলে আমাদের বাড়তি একটা অ্যাডভান্টেজ, ব্যাটিং-বোলিং দুইটা। উনি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আমাদের এক্সট্রা একটা শক্তি থাকতো আর কী। যেহেতু এটা আমাদের হাতে নাই। উনি ছাড়া যদি আমরা খেলি, ভালো কিছু করব। উনার বদলে যে খেলবে সে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’
মুস্তাফিজ, মিরাজ, তাসকিন পুরো সিরিজেই নেই। করোনার কারণে সাকিব নেই প্রথম টেস্টে। সেই শূন্যতা ঢাকার গুরুদায়িত্ব এবার দলের ওপর। বিশেষ করে তাসকিন-মুস্তাফিজরা না থাকায় পেসারদের দায়িত্বটা বেশি। তা সামলাতে এখন কোচ অ্যালান ডোনাল্ডকে সঙ্গে নিয়ে চলছে প্রস্তুতি।
রাজা বললেন, ‘নির্দিষ্ট বলতে, যেহেতু সামনে আমাদের টেস্ট খেলা। টেস্ট ম্যাচ নিয়েই কাজ হচ্ছে আর কী। কীভাবে টেস্ট ম্যাচের যে ধারাবাহিকতা, এগুলো নিয়ে কাজ হচ্ছে। উনি আলহামদুলিল্লাহ ইন্সপায়ার করতেছে, ভালো মোটিভেট করতেছে। সব ঠিকঠাক আছে। ভবিষ্যতে আরও কাজ করা হবে।’
এনইউ/এটি