টিম পেইনের বয়স ৩৭। এই বয়সে জাতীয় দলে না হলেও কাউন্টি ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেটে অনেকেই খেলা চালিয়ে যান। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পেইন আপাতত কোথাও জায়গা পাচ্ছেন না। সম্প্রতি অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের জন্য তাসমানিয়ার স্কোয়াডেও জায়গা হয়নি তার।

গত বছর অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব হারান পেইন। ২০১৭ সালে তার বিরুদ্ধে এক নারী সহকর্মীকে অশ্লীল বার্তা ও ছবি পাঠানোর অভিযোগ উঠেছিল। তখন ক্রিকেট অস্ট্রেলিয়া ও তার দল তাসমানিয়া বিষয়টি নিয়ে তদন্ত করেছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। যার ফলে আবারও দলে ফেরার সুযোগ পেয়েছিলেন তিনি।

তবে গত নভেম্বরে সেই মেসেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আবারও বিতর্কের কেন্দ্রে চলে আসেন পেইন। সে সময় কাঁধের চোটের সঙ্গেও লড়ছিলেন তিনি। বিতর্কের পর সে সময় তিনি জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে চলে যান।

বিরতি থেকে ফিরে গত মৌসুমে তাসমানিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন পেইন। তবে নতুন মৌসুমে দলটির স্কোয়াডে সুযোগ পাওয়ার আশা ছিল তার, তবে সেটা আর হয়নি। ক্রিকেট মাঠে ফেরার আর আপাত সম্ভাবনা না থাকায় এখন কোচিং ও ক্রিকেটের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে আগ্রহী তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৫ টেস্ট খেলে ১,৫৩৪ রান করেছেন পেইন আর ১৪৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে তার রানসংখ্যা ৬,৩৩৪।

এইচএমএ