তামিম ইকবাল : র‍্যাঙ্কিংয়ে বাজিমাত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষে এই ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। সদ্য ঘোষিত এই র‍্যাঙ্কিংয়ে বাজিমাত করেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা। র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থান থেকে খানিক ওপরের দিকে ওঠে এসেছেন তামিম ইকবাল, লিটন দাস, আবু জায়েদ চৌধুরী রাহিরা।

ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। দল হারলেও ব্যক্তিগত সফল্যের পুরস্কার পেয়েছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সদ্য সমাপ্ত যে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে, সেখানে উপরের দিকে উঠে এসেছেন তারা।

ব্যাটসম্যান ক্যাটাগরিতে পাঁচ ধাপ এগিয়ে ৩৭ থেকে ৩২ নম্বরে উঠে এসেছেন তামিম। উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৪৪ ও ৫০ রান করেন তিনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস ১১ ধাপ এগিয়েছেন। বর্তমানে ক্যারিয়ার সেরা ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে ৫৪ নম্বরে অবস্থান তার। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে থাকা মুশফিকুর রহিম বাংলাদেশের পক্ষে ব্যাটসম্যানদের ক্যাটাগরিতে শীর্ষে রয়েছেন। 

বোলারদের বিভাগে পাঁচ ধাপ এগিয়ে তাইজুল ইসলামের অবস্থান ২২ নম্বরে। বর্তমানে ৬১০ রেটিং পয়েন্ট তার। এক রেটিং পয়েন্ট কম নিয়ে সাকিব আল হাসান আছেন ২৩ নম্বরে। ২৫ নম্বরে থাকা মেহেদী হাসান মিরাজের রেটিং পয়েন্ট ৬০৫। ক্যারিয়ার সেরা ৩৭৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৪৭ নম্বরে অবস্থা পেসার রাহির।

এদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ১৬১ রান করেন রোহিত শর্মা। পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া অশ্বিন পরে বল হাতে আরও ৩ উইকেট নেন। ফলে সেঞ্চুরি ও ৮ উইকেট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ৮১ নম্বরে অবস্থান তার। বোলিংয়ে আগের মতোই ৭ নম্বর আছেন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকার উঠে এসেছেন ৫ নম্বরে।

টিআইএস/এটি/এমএইচ