টেস্টে দুই হাজারি ক্লাবে লিটন, ইনিংস হারের শঙ্কা দূর করল বাংলাদেশ
ঢাকা টেস্টে চতুর্থ দিনের শেষ বেলায় বাংলাদেশের ব্যাটিং ধসে চোখ রাঙানি দিচ্ছিল ইনিংস হার। শেষ দিন সকালে প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ করা মুশফিকুর রহিমও দ্রুত সাজঘরের পথ ধরলে সেই শঙ্কা আরও ঘনীভূত হয়। তবে সাকিব আল হাসান ক্রিজে আসার পরই বদলে যায় চিত্র। শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন এই অলরাউন্ডার, তাঁর দেখাদেখি লিটন দাসও রান তোলার গতি বাড়ান। লঙ্কান বোলিংয়ের বিপক্ষে এই দুজনের প্রতি-আক্রমণে ঢাকা টেস্টে ইনিংস হার এড়াতে সক্ষম হয়েছে স্বাগতিকরা।
ইনিংসের ৩৮ তম ওভারে প্রবীন জয়াবিক্রমাকে এক রানের জন্য কাভারে ঠেলে দিয়ে টেস্ট ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করেছেন লিটন। নিজের ৩৩তম ম্যাচে অষ্টম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বিজ্ঞাপন
ষষ্ঠ উইকেটে লিটন এবং সাকিবের জুটি মাত্র ৫৮ বলে ৫০ রান পেরিয়েছে। দ্রুতলয়ে রান তুলতে থাকা সাকিব এখন পর্যন্ত তাঁর ৪৮ রানের ইনিংসে ৬টি চার হাকিয়েছেন। লিটন দাসও পিছিয়ে নেই, ৪৫ রানে অপরাজিত থাকা এই ব্যাটার এখন পর্যন্ত বল সীমানাছাড়া করেছেন ৩ বার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪২ রান তুলেছে। ক্রিজে রয়েছেন লিটন (৪৫*) ও সাকিব আল হাসান (৪৮*)।
বিজ্ঞাপন
ঢাকা টেস্টে চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। শেষ বেলায় প্রথম ইনিংসের দুই নায়ক মুশফিকুর রহিম (১৪) ও লিটন দাসের (১) ১১ রানের জুটিতে দিন শেষ করেছিল তারা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে ১০৭ রানে পিছিয়ে থেকে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে দিন পঞ্চম দিন শুরু করেছিলেন মুশফিক-লিটন।
এইচএমএ