ইয়াসিরের চোটে শেষ মুহূর্তে টেস্ট দলে বিজয়
ইয়াসির আলি রাব্বির দুর্ভাগা চোট ভাগ্য খুলে দিয়েছে এনামুল হক বিজয়ের। পিঠে চোট নিয়ে ইয়াসির উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে টপ অর্ডার ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে দলভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি আজ বুধবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি।
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি ওয়ানডে দলে ডাক পাওয়া বিজয়ের আগামী ২২ জুন দেশ ছাড়ার কথা ছিল। তবে টেস্ট সিরিজের জন্য আগামী ১৭ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়ে যাবেন তিনি। টেস্ট দলে থাকলেও বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে তাকে। প্রথম টেস্ট তার মাঠে না নামা নিশ্চিত।
২৯ বছর বয়সী বিজয় বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন ২০১৪ সালে।
বিজ্ঞাপন
গত ১০ জুন তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করতে নেমে পিঠের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রাব্বি। পরে এমআরআই করানো হয়। সেখানে দেখা যায় লুম্বার স্পাইনে চোট আছে। যা থেকে সেরে উঠতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। সে কারণেই উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।
টিআইএস/এনইউ