বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছিল, আসন্ন নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা শুরুতে করোনাভাইরাসের টিকা পাবেন। শুক্রবার ঘোষিত ২০ সদস্যের স্কোয়াড থেকে টিকা নিয়েছেন ১৫ জন। বাকিরা না নিলেও জোরাজুরি করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম পর্বের টিকা নেওয়ার মাধ্যমে ক্রিকেটাররা এক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের টিকাদান কর্মসূচি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকারসহ ছয় জন ক্রিকেটার টিকা নেন। সেদিন যারা উপস্থিত ছিলেন না, তাদের মধ্য থেকে শনিবার টিকা নেন আরও ৯ ক্রিকেটার। সব মিলিয়ে ১৫ জন ক্রিকেটার ও কোচিং স্টাফ আর টিম ম্যানেজমেন্টের কয়েকজন টিকা নিয়েছেন। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, নির্দিষ্ট সময় পর টিকার দ্বিতীয় ডোজ নেবেন তারা। 

এই টিকাদানের মধ্য দিয়ে ক্রিকেটাররা একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। শনিবার মিরপুরে সুজন বলেন, ‘সরকার আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। সুযোগটা আমাদের সবারই গ্রহণ করা জরুরি। এটা গ্রহণ করলেই যে আপনি শতভাগ সুরক্ষিত থাকবেন, তাও না। কিন্তু আমরা এক ধাপ এগিয়ে গেলাম।’ 

তিনি আরও বলেন, ‘যেসব স্বাস্থ্যবিধি আছে, এসব মেনে চললে হয়তো আমরা একটা পর্যায় পর্যন্ত নিরাপদ থাকব। সেটার প্রথম ধাপ নিয়েছি। সেই বিষয়টা অনেকেই অনুধাবন করেছেন। আমাদের এই টিকা প্রদান কর্মসূচির আওতায় আমাদের যে দলটা নিউজিল্যান্ড যাচ্ছে, সে দলের অধিকাংশ সদস্যই টিকা নিয়েছে।’ 

টিআইএস/এমএইচ