সিসিডিএম অ্যাওয়ার্ড নাইট : দেওয়া হবে দশ বছরের ৮০ ট্রফি
বাংলাদেশ দলের সেন্ট লুসিয়া টেস্টের সূচির মধ্যে ‘অ্যাওয়ার্ডস নাইট’ নামক এক অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আগামী ২৬ জুন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রধান অতিথির চেয়ারে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
জানা গেছে, বিসিবি অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণ করার ভাবনা সিসিডিএমের। মূলত এদিন সিসিডিএমের অধীনে হওয়া লিগগুলোর বকেয়া থাকা ট্রফিগুলো জয়ী দলকে বুঝিয়ে দেবে তারা। গত ১০ বছরে যতগুলো লিগ হয়েছে সিসিডিএমের অধীনে, কোনো ট্রফিই এখনো দেওয়া হয়নি জয়ী দলকে। সাকুল্য ৮০টি ট্রফি বুঝিয়ে দেওয়া হবে এদিন।
বিজ্ঞাপন
সিসিডিএমের এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, ‘অ্যাওয়ার্ড নাইটে আমাদের কাছে বকেয়া যে ট্রফিগুলো আছে, সেগুলো আমরা দেব। সর্বমোট ১০ বছরের ৮০টি ট্রফি দেওয়া হবে। সব দলের নামগুলো আমি এ মুহূর্তে বলতে পারছি না।’
সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশনভ ক্রিকেট লিগজয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অবশ্য তাদের শিরোপা জয়ের দিনই ট্রফি বুঝিয়ে দেওয় হয়। তবে সেই ট্রফি আবার সিসিডিএমের কাছে রেখে দেওয়া হয়েছে। ২৬ তারিখ শেখ জামালের হাতে নতুন করে তুলে দেওয়া হবে নতুন ট্রফি।
বিজ্ঞাপন
একই সঙ্গে প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ আর তৃতীয় বিভাগের শেষ ১০ বছরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে বুঝিয়ে দেওয়া হবে তাদের পাওনা ৮০ ট্রফি।
টিআইএস/এনইউ