বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে নিজেদের জাত চিনিয়েছে : ডোনাল্ড
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চেনা প্রতিপক্ষ, তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে অনিয়ন্ত্রিত বোলিংয়ের মাশুল দিতে হয় বাংলাদেশ দলকে। ২০৬ রান টপকাতে নেমে ১৭ রানে হার সফরকারীদের। রোববার দ্বিতীয় ম্যাচে বোলারদের কল্যাণেই এসেছে দাপুটে জয়। মোসাদ্দেক হোসেনের পাঁচ উইকেটে ৭ উইকেটের জয় পায় টাইগাররা। ১-১ সমতা থাকায় মঙ্গলবার (২ আগস্ট) সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে।
সেই ফাইনালের আগে সোমবার (১ আগস্ট) হারারেতে দলীয় অনুশীলনের ফাঁকে টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন, বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে নিজেদের জাত চিনিয়েছে। শেষ ম্যাচেও সেই দাপট ধরে রাখার বার্তা তার কণ্ঠে।
বিজ্ঞাপন
জিম্বাবুয়েতে সংবাদ মাধ্যমকে ডোনাল্ড বলছিলেন, ‘গত ম্যাচে আমরা দেখিয়েছি আমরা কতটা স্মার্ট হতে পারি, শেষ ম্যাচেও এভাবে ফিরে আসতে চাই।’
যোগ করেন ডোনাল্ড, ‘বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে নিজেদের জাত চিনিয়েছে। পাওয়ার প্লেতে ৪৬ রানে ৪ উইকেট, আর তখন আপনি যত ভালো দলই হোন না কেন সেখান থেকে ফিরে আসা সবসময়ই কঠিন। আমরা যেভাবে দ্বিতীয় ম্যাচে ব্যাট করেছি এবং সঠিকভাবে প্রমাণ করেছি যে গত ম্যাচটি পরিশ্রম দিয়ে আমরা নিয়ন্ত্রনে নিয়েছি। তো শেষ ম্যাচটি ফাইনাল, প্রথম ম্যাচে যে পিচে হয়েছে সেখানেই হবে। আমরা ক্র্যাকার ম্যাচের অপেক্ষায় আছি।’
বিজ্ঞাপন
প্রথম ম্যাচ হারলেও খেলোয়াড়দের দায় দিতে নারাজ ডোনাল্ড। তার কাছে গুরুত্বপূর্ণ খারাপ সময় কাটিয়ে ফেরাটা।
ডোনাল্ড বলেন, ‘আমি ব্যাক্তিভাবে পারফরম্যান্স খারাপ করার কারণে কখনোই দোষ ধরি না। গুরুত্বপূর্ণ হলো ওই অবস্থা থেকেই কীভাবে আপনি ফিরে আসেন। যেটা আমরা গত ম্যাচে করে দেখিয়েছি। আগামীকাল ফাইনাল, আমাদের আবারও সেরাটা দিতে হবে।’
টিআইএস/